Caste Census: বড় ঘোষণা মোদি সরকারের, আদমশুমারির সঙ্গেই দেশে জাতিগণনা! বিরোধীদের দাবি মানল কেন্দ্র, কী এই জাতিগণনা? কী হবে এতে?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Caste Census: জাতিগণনার দাবিতে বারবার সোচ্চার হচ্ছিল বিরোধীরা। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি বিশেষ করে বার বার এই দাবিতে সরব হয়েছেন।
advertisement
1/8

পহেলগাঁও কাণ্ডের তীব্র উত্তাপের মধ্যেই বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। বুধবার কেন্দ্র ঘোষণা করেছে, আসন্ন জনগণনায় জাতিগণনার তথ্য অন্তর্ভুক্ত করা হবে। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে কেন্দ্রীয় রাজনৈতিক বিষয়ক কমিটির (CCPA) বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
advertisement
2/8
উল্লেখ্য, জাতিগণনার দাবিতে বারবার সোচ্চার হচ্ছিল বিরোধীরা। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি বিশেষ করে বার বার এই দাবিতে সরব হয়েছেন। বিরোধীদের সেই দাবিকে এবার মান্যতা দিল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারও।
advertisement
3/8
কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, "কেন্দ্রীয় রাজনৈতিক বিষয়ক কমিটি আজ সিদ্ধান্ত নিয়েছে যে আসন্ন জনগণনায় জাতি গণনাও অন্তর্ভুক্ত করা উচিত।" বৈষ্ণব আরও বলেন, বিভিন্ন রাজ্যে পরিচালিত জাতি জনগণনা কার্যক্রমগুলি "অবৈজ্ঞানিক"। তিনি কংগ্রেস এবং তার INDIA জোটের শরিকদের আক্রমণ করে বলেন, তারা জাতি জনগণনাকে শুধুমাত্র 'রাজনৈতিক হাতিয়ার' হিসাবে ব্যবহার করেছে।
advertisement
4/8
কেন্দ্রের ঘোষণা অনুযায়ী, আগামী জনগণনার অংশ হবে জাতিগণনা। অর্থাৎ দেশের মোট জনসংখ্যার মধ্যে কোন জাতির সংখ্যা কত, কোন সম্প্রদায়ের মধ্য়ে কত উপজাতি রয়েছে, সেই হিসেব থাকবে।
advertisement
5/8
আগামী বছর জনগণনার কাজ শুরু হতে পারে বলে কেন্দ্রীয় সরকার সূত্রে খবর। আগামী বছর বিহার এবং পশ্চিমবঙ্গের মতো রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে এই ঘোষণা করে কার্যতই চমক দিল কেন্দ্রের বিজেপি সরকার।
advertisement
6/8
প্রসঙ্গত, বিহারে 'মহাজোট' থাকাকালীন কংগ্রেসের তদানীন্তন শরিক নীতিশ কুমার, লালুপ্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দলের শরিক রাজ্যে জাতিগণনার ঘোষণা করেছিল।
advertisement
7/8
শুধু তাই নয়, গোটা দেশের মধ্যে বিহারই প্রথম রাজ্য, যারা সেই পরিসংখ্যান প্রকাশ করেছিল, যাতে দেখা যায়, বিহারের মোট জনসংখ্যার ৩৬ শতাংশই অতি-অনগ্রসর শ্রেণির মানুষ। অনগ্রসর শ্রেণির মানুষ ২৭.১ শতাংশ, ১৯.৭ শতাংশ তফসিলি জাতি এবং ১.৭ শতাংশ তফসিলি উপজাতি। আর ওই রিপোর্ট সামনে আসতেই গোটা দেশে জাতিগণনার দাবি জোরাল হতে থাকে।
advertisement
8/8
কংগ্রেস বিশেষত রাহুল গান্ধি অনেক দিন থেকেই দাবি করে আসছেন জাতিগণনার। কংগ্রেসের দাবি, জাতিগণনা হলে বিজেপি-র মেরুকরণের রাজনীতি আর ধোপে টিকবে না। বিজেপি সরকারও সেই দাবি এড়িয়েই যাচ্ছিল। কিন্তু এবার পেহলগাঁও কাণ্ডের উত্তাপের মধ্যেই বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার।