TRENDING:

Bengali Migrant Worker Send To Bangladesh: বাংলা বলায় এত বড় সর্বনাশ! বাংলাদেশি বলে ‘দেগে’ দিল বিএসএফ, তারপর পাঠিয়ে দিল বাংলাদেশে, তারপর...

Last Updated:
Bengali Migrant Worker Send To Bangladesh: পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশ পাঠাল বিএসএফ? অভিযোগ পরিবারের
advertisement
1/6
বাংলা বলায় এত বড় সর্বনাশ! বাংলাদেশি বলে ‘দেগে’ দিল বিএসএফ, তারপর পাঠিয়ে দিল বাংলাদেশে..
কলকাতা: মুম্বইয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে বিপদে মুর্শিদাবাদের বাসিন্দা মেহবুব শেখ। পরিবারের অভিযোগ বিএসএফের মাধ্যমে মেহবুবকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল মহারাষ্ট্রের পুলিশ। বাংলায় কথা বলায় সহজেই বাংলাদেশি তকমা দিয়ে ৩৭ বছরের মেহবুবকে বেধড়ক মারধরের পর বিএসএফের হাতে তুলে দেয় মুম্বই পুলিশ। Photo- Representative (Meta AI)
advertisement
2/6
আর বিএসএফও কোনও কিছু খতিয়ে না দেখেই বাংলাদেশে পাঠিয়ে দেয় মুর্শিদাবাদের ওই বাসিন্দাকে। তবে শেষ পর্যন্ত  প্রবল চাপে পড়ে সেই বিএসএফই মেহবুবকে ফিরিয়ে আনতে বাধ্য হচ্ছে।  তাঁর সঙ্গে মুর্শিদাবাদের আরও দুই পরিযায়ী শ্রমিক নাজিমুদ্দিন মণ্ডল ও মিনারুল শেখকেও মুম্বই পুলিশ বাংলাদেশি তকমা দিয়ে গ্রেফতার করে। কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের রতনপুর চেকপোস্ট দিয়ে ওই দুই শ্রমিককেও বাংলাদেশে পাঠিয়েছে বিএসএফ, এমনটাই অভিযোগ।
advertisement
3/6
মুর্শিদাবাদের ভগবানগোলা থানার মহিশাসথালি পঞ্চায়েতের বাসিন্দা মেহবুব শেখ। মুম্বইয়ে নির্মাণ শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন। কিন্তু সম্প্রতি মুম্বই পুলিশ মেহবুবকে বাংলাদেশি বলে গ্রেফতার করে। ১০ জুন গ্রেফতারির পর তাঁর বাড়ি থেকে মুম্বই পুলিশের সঙ্গে যোগাযোগ করে মেহবুবের আধার কার্ড, ভোটার আইডি, রেশন কার্ড-সহ সব ধরনের বৈধ পরিচয়পত্র পাঠানো হয়। কিন্তু সেসব না দেখেই শুক্রবার রাতারাতি মুম্বই পুলিশ মেহবুবকে শিলিগুড়ি বিএসএফ-এর হাতে তুলে দেয়। Photo- File
advertisement
4/6
নিয়ম বিরুদ্ধভাবে তারপর মুম্বই পুলিশের তরফে খবর দেওয়া হয় ভগবানগোলা থানাকে। এখানেই দিশাহারা মেহবুবের পরিবারের প্রশ্ন, কোনও অপরাধ করলে মুম্বই পুলিশের তরফে আগে ভগবানগোলা থানার সঙ্গে যোগাযোগ করা উচিত ছিল। তাহলে কেন বিএসএফ-এর হাতে তুলে দেওয়ার পর স্থানীয় পুলিশকে জানানো হল? আর বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও মুর্শিদাবাদের বাসিন্দাকে কেন বিএসএফ-এর হাতে তুলে দেওয়া হবে? কেন তাঁকে বিনা তদন্তে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে? শুধুই ধর্মের কারণে?
advertisement
5/6
রবিবার কাকভোরে কাউকে কিছু না জানিয়েই মেহবুবকে সীমান্তের ওপারে পাঠিয়ে দেয় বিএসএফ। শনিবার স্থানীয় প্রশাসনের কাছে এই অভিযোগ পৌঁছয়। তৃণমূ্লের সাংসদ সামিরুল ইসলামের  তরফে দ্রুত যোগাযোগ করা হয় মুম্বই পুলিশ ও বিএসএফের সঙ্গে। মুম্বই পুলিশের সঙ্গে কথা হয় রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদেরও।
advertisement
6/6
সর্বস্তরের তরফেই এখন মেহবুবকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। কিন্তু বাকি দুই শ্রমিক নাজিমুদ্দিন ও মিনারুলকেও ফেরানো হবে কি?সমস্ত পরিবার গোটা ঘটনায় অত্যন্ত চিন্তিত। কবে বাড়ি ফিরতে পারবেন ঘরের ছেলেরা তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন সকলে। Photo- Representative Input- Abir Ghosal
বাংলা খবর/ছবি/দেশ/
Bengali Migrant Worker Send To Bangladesh: বাংলা বলায় এত বড় সর্বনাশ! বাংলাদেশি বলে ‘দেগে’ দিল বিএসএফ, তারপর পাঠিয়ে দিল বাংলাদেশে, তারপর...
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল