১৬ মাসের শিশুর নাক দিয়ে বের করা হল ব্রেন টিউমার! বিশ্বের কনিষ্ঠতম রোগীর এন্ডোস্কপিক
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
ডাক্তারি পরিভাষায় একে বলে এন্ডোস্কপিক সার্জারি । বিশ্বের মধ্যে সবচেয়ে ছোট কনিষ্ঠ রোগীর এই অস্ত্রোপচার করে দৃষ্টান্ত স্থাপন করলেন চিকিৎসকরা ।
advertisement
1/6

• বয়স মাত্র ১৬ মাস । তারই মাথায় বাসা বেঁধেছিল বিশাকৃতির একটি টিউমার । সফল অস্ত্রোপচারের মাধ্যমে সেই টিউমারকে বের করা হল শিশুর নাক দিয়ে । অসাধ্য সাধন করলেন চণ্ডীগড়ের চিকিৎসকরা । প্রতীকী চিত্র ।
advertisement
2/6
• ডাক্তারি পরিভাষায় একে বলে এন্ডোস্কপিক সার্জারি । বিশ্বের মধ্যে সবচেয়ে ছোট কনিষ্ঠ রোগীর এই অস্ত্রোপচার করে দৃষ্টান্ত স্থাপন করলেন চিকিৎসকরা । প্রতীকী চিত্র ।
advertisement
3/6
• চণ্ডীগড়ের পিজিআইএমইআর হাসপাতাল সূত্রে খবর, ওই শিশু বেশ কিছুদিন যাবৎ চোখে ভাল দেখতে পাচ্ছিল না । পরিবারের লোকের সন্দেহ হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয় । দেখা যায় মাথায় ৩ সেন্টিমিটারের একটি টিউমার রয়েছে তার । টিউমারটি ছিল অপটিক নার্ভের কাছে । ফলে তার দৃষ্টি কমে যাচ্ছিল । প্রতীকী চিত্র ।
advertisement
4/6
• এরপরেই নিউসার্জারি ডিপার্টমেন্টের চিকিৎসকরা মেডিক্যাল বোর্ড গঠন করেন । ইঅনটি বিশেষজ্ঞদেরও পরামর্শ নেওয়া হয় । ৬ ঘণ্টা ধরে চলে অপারেশন । প্রতীকী চিত্র ।
advertisement
5/6
• চিকিৎসকরা বলছেন, এত ছোট শিশুর মাথার খুলি কেটে এই অপারেশন করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল । তবু শিশুটিকে বাঁচাতে এ ছাড়া আর কোনও উপায় ছিল না । দিন দশেক আগে হয় অস্ত্রোপচার । অপারেশনের পরেও আইসিইউ-তে ছিল শিশুটি । প্রতীকী চিত্র ।
advertisement
6/6
• ধীরে ধীরে তার অবস্তার উন্নতি হতে শুরু করে । সিটি স্ক্যানে দেখা যায় ব্রেনে আর কোনও জটিলতা নেই তার । দৃষ্টিশক্তিও ফিরে এসেছে ওই শিশুকন্যার । প্রতীকী চিত্র ।