Boeing 787 Dreamliner: ফের দুর্ঘটনার মুখে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার! মুম্বইগামী বিমানের জরুরি অবতরণ, অসুস্থ ৭
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Boeing 787 Dreamliner: ইথিওপিয়ার আদ্দিস আবাবা থেকে মুম্বাইগামী ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট শুক্রবার শহরের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে (CSMIA) জরুরি অবতরণ করেছে। বিমানে থাকা সাতজন যাত্রী অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর।
advertisement
1/5

ইথিওপিয়ার আদ্দিস আবাবা থেকে মুম্বাইগামী ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট শুক্রবার শহরের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে (CSMIA) জরুরি অবতরণ করেছে। বিমানে সাতজন যাত্রী অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর।
advertisement
2/5
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ঘটনাটি ঘটেছে ফ্লাইট ET640 (আদ্দিস আবাবা-মুম্বাই)তে। ঘটনাচক্রে এই বিমানটিও একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার। জানা গিয়েছে মাঝ আকাশে বিমানের অভ্যন্তরীন চাপ কমে যাওয়ায় বিপদের সম্মুখীন হয়। সেই সময়ে বিমানটি আরব সাগরের সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৩,০০০ ফুট উচ্চতায় উড়ছিল।
advertisement
3/5
চাপ কমে যাওয়ার সতর্কতা পাওয়ার পর বিমানটি দ্রুত উচ্চতা কমিয়ে আনে। তারপরে বিমানটিকে ভোর ১:৪২-এ জরুরি অবতরণ করে। অবতরণের পর, সাতজন যাত্রী অসুস্থ হয়ে পড়েন, তাঁদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়ছে।
advertisement
4/5
“অবতরণের পর, সাতজন যাত্রীকে ডিকম্প্রেশন-সম্পর্কিত সমস্যার চিকিৎসা করে বিমানবন্দরের মেডিক্যাল টিম। যার মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল," এমনটাই প্রকাশিত হয়েছে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে।
advertisement
5/5
প্রসঙ্গত, ১২ জুন আহমেদাবাদে ভেঙে পড়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়া বিমান, সেই সময়ে বিমানে ২৪২ জন যাত্রী এবং ক্রু ছিলেন। বোয়িং ৭৮৭-৮ (AI 171)তে ২৪১ জন যাত্রী এবং ক্রু সদস্য ছিলেন, মৃত্যু হয় একজন ছাড়া সকলের।