Puri Jagannath Temple: কথা রাখল বিজেপি,পুরীর জগন্নাথ মন্দিরে বিরাট বদল, খুশি ভক্তরা
- Published by:Pooja Basu
- trending desk
Last Updated:
Jagannath Puri Temple All Four Gates Re-opened: কোভিডের সময় জগন্নাথ মন্দিরের চারটি প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয়। সেই সময় শুধুমাত্র প্রধান ফটক দিয়েই প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। কোভিড কেটে গেলেও বজায় ছিল সেই নিয়ম।
advertisement
1/8

নির্বাচনী প্রতিশ্রুতি রাখল ওড়িশার প্রথম বিজেপি সরকার। বৃহস্পতিবার সকাল থেকে পুরীর জগন্নাথ মন্দিরের চারটি প্রবেশদ্বারই ভক্তদের জন্য খুলে দেওয়া হল। বুধবার প্রথম মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছিলেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী মোহন চরন মাঝি।
advertisement
2/8
কোভিডের সময় জগন্নাথ মন্দিরের চারটি প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয়। সেই সময় শুধুমাত্র প্রধান ফটক দিয়েই প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। কোভিড কেটে গেলেও বজায় ছিল সেই নিয়ম।
advertisement
3/8
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ওড়িশার নতুন মুখ্যমন্ত্রী বলেন, “সরকার গঠনের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে আমরা চারটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। জগন্নাথ মন্দিরের চারটি প্রবেশদ্বার গত কয়েক বছর ধরে বন্ধ রয়েছে। বিজেপি নির্বাচনী ইস্তেহারে তা খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল”।
advertisement
4/8
এরপর তিনি যোগ করেন, “সাড়ে চার কোটি ওড়িয়াবাসীর ইচ্ছা ও আবেগকে সামনে রেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি, মন্ত্রী পরিষদ মন্দির পরিদর্শন করবে এবং সরকারের উপস্থিতিতে চারটি প্রবেশদ্বার খুলে দেওয়া হবে”। সেই অনুযায়ী এদিন পুরীর মন্দিরের চারটি প্রবেশদ্বার খুলে দেওয়া হল।
advertisement
5/8
মন্ত্রিসভার দ্বিতীয় সিদ্ধান্ত অনুযায়ী মন্দির সংরক্ষণ, ব্যবস্থাপনা এবং উন্নয়নের জন্য ৫০০ কোটি টাকার তহবিল গঠনের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
advertisement
6/8
এছাড়া ইস্তেহারে ধানের ন্যূনতম সহায়ক মূল্য ৩১০০ টাকা করার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সেই অনুযায়ী প্রতি কুইন্টাল ধানে কৃষকদের ৩১০০ টাকা দেওয়ার জন্য নতুন ‘সমৃদ্ধ কৃষক’ প্রকল্পের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই বিষয়ে নির্দেশিকা তৈরি করতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। সরকার নির্দেশিকা প্রাপ্তির ১০০ দিনের মধ্যে প্রকল্প বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
advertisement
7/8
মহিলাদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করতে ‘সুভদ্রা যোজনা’ চালুর প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। নির্বাচনী ইস্তেহারের সেই প্রতিশ্রুতি অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশিকা এবং বিশদ কাঠামো তৈরির নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
advertisement
8/8
এই প্রকল্পে মহিলাদের ৫০ হাজার টাকার ভাউচার দেওয়া হবে, যা তাঁরা দুই বছরের মধ্যে যে কোনও সময় নগদ করতে পারবেন। সরকার গঠনের ১০০ দিনের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।