TRENDING:

Husband Wife Love: রাতে ঘর থেকে বেরোতেই সর্বনাশ! পায়ে ছোবল বসাল সাপ, বউয়ের পায়ে মুখ লাগিয়ে স্বামী এ কী করলেন

Last Updated:
Husband Wife Love: রাতে বউ ঘর থেকে বাইরে পা রাখতেই সর্বনেশে চিৎকার
advertisement
1/6
রাতে ঘর থেকে বেরোতেই সর্বনাশ!পায়ে ছোবল বসাল সাপ, বউয়ের পায়ে মুখ লাগিয়ে স্বামী এ কী করল
: সিনেমা হয় তাতে নাম হয় ‘এক দুজে কে লিয়ে, কখনও নাম হয় লভ কে লিয়ে শালা কুছ ভি করেগা- কিন্তু সেগুলি শুধু নাম হয়েই থেকে যায়৷ কিন্তু এইরকম যে সত্যিই হতে পারে তেমনিই করে দেখালেন উত্তরপ্রদেশের এক স্বামী৷ Photo- Representative
advertisement
2/6
সাপ কামড়ে দিয়েছে স্ত্রীকে কী করবেন বুঝতে না পেরে নিজের স্ত্রীর পা চুষে দিলেন কামড়, বেরোল রক্ত৷ Photo- Representative
advertisement
3/6
রাতে ৩০ বছর বয়সী শামশাদের স্ত্রী নিসাদ খাতুন (২৬) বাড়ির উপরের তলায় যাওয়ার জন্য দরজা খোলার পরেই সাপ তাঁর পায়ে কামড় বসায়৷   সাপটি ছিল বিষধর, নিসাদের ডান পায়ে দংশন করে সাপটি৷  Photo- Representative
advertisement
4/6
মুখ থেকে বিষ চুষে নেনস্ত্রীর চিৎকার শুনে শামশাদ সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে আসে৷ ভয়ে কেঁপে যাননি তিনি৷ বরং ভাবতে থাকেন প্রাণের থেকে প্রিয় স্ত্রীকে কীভাবে বাঁচাবেন৷  প্রথমে সাপের কামড়ের জায়গায় একটি কাপড় শক্ত করে বেঁধে দেন যাতে বিষ শরীরে না ছড়িয়ে পড়ে। তারপর হাত দিয়ে রক্ত ​​চেপে ফিল্মি স্টাইলে মুখ থেকে বিষ চুষে দেন৷
advertisement
5/6
পরিবারের এক সদস্য খালিক জানিয়েছেন সাপটি ড্রেন দিয়ে দেয়ালে উঠে বারান্দায় পৌঁছে গিয়েছিল৷  বিষ শরীরে প্রবেশের পর নিশাদ খাতুনের হালকা মাথা ঘুরছিল ও বমি অনুভব হচ্ছিল, শামশাদের অবশ্য বিষ চুষে বার করে দেওয়ার পরেও কোনও সমস্যা হয়নি। Photo- Representative
advertisement
6/6
উত্তরপ্রদেশের বান্দা জেলার চিল্লা থানা এলাকার শাদি মদনপুর গ্রামে এক স্বামী তাঁর বুদ্ধিমত্তা ও সাহসিকতার পরিচয় দিয়ে সাপের কামড়ে কাতর স্ত্রীর জীবন বাঁচিয়েছেন। ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দুজনকেই জেলা হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের বাড়িতে পাঠানো হয়। Photo- Representative
বাংলা খবর/ছবি/দেশ/
Husband Wife Love: রাতে ঘর থেকে বেরোতেই সর্বনাশ! পায়ে ছোবল বসাল সাপ, বউয়ের পায়ে মুখ লাগিয়ে স্বামী এ কী করলেন
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল