TRENDING:

Bizzare News: এই দেশে রফতানি হচ্ছিল টম্যাটো, কাস্টমস অফিসারকে খুলতেই ‘চোখে ভরে এল জল’

Last Updated:
Bizzare News: চক্ষু চড়কগাছ! এও কী সম্ভব এভাবে নিজেদের দেশের জিনিস টম্যাটোর আড়ালে হয়ে যাচ্ছিল পাচার৷
advertisement
1/9
এই দেশে রফতানি হচ্ছিল টম্যাটো, কাস্টমস অফিসারকে খুলতেই ‘চোখে ভরে এল জল’
: এ ও কী সম্ভব৷ রফতানি হওয়া কনসাইমেন্ট দেখে চোখে জল চলে এল কাস্টমস অফিসারদের৷  টম্যাটো ভরা কন্টেনার সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হচ্ছিল৷ কিন্তু সেটা খুলে পরীক্ষা করে দেখতে গিয়েই অবাক হয়ে যান কাস্টমস আধিকারিকরা৷ টমেটোর নিচে লুকিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছিল এই জিনিস! Photo- Representative
advertisement
2/9
আটক করা হয় বিপুল পরিমাণ  পেঁয়াজ বাজেয়াপ্ত  করেছে কাস্টমস বিভাগের একটি দল। শুল্ক দফতর গোপন তথ্য পেয়েছিল যে দুই রফতানিকারক নাসিক থেকে পেঁয়াজ দিয়ে টম্যাটোর দুটি এসি পাত্রে ভর্তি করেছে। এই কন্টেইনারগুলি পেঁয়াজ নিয়ে সংযুক্ত আরব আমিরশাহি চলে যাচ্ছিল৷  কর্মকর্তারা জানিয়েছেন, পেঁয়াজের বস্তাগুলো টমেটোর ক্রেটের নিচে লুকিয়ে রাখা হয়েছিল। কন্টেইনারগুলিকে বাজেয়াপ্ত করেছেন আধিকারিকরা৷ Photo- Representative
advertisement
3/9
গোপনে দেশের বাইরে পেঁয়াজ পাঠানোর এক অভিনব ঘটনা প্রকাশ্যে এসেছে। নাগপুরের কাস্টমস বিভাগের বিশেষ তদন্ত ও গোয়েন্দা শাখা (SIIB) পেঁয়াজের অবৈধ রফতানি আটকাতে সফল  হয়েছে। Photo- Representative
advertisement
4/9
সংযুক্ত আরব আমিরাশাহিতে পেঁয়াজ চোরাচালানের বড় চক্র ফাঁস করেছে শুল্ক বিভাগ। বাজেয়াপ্ত করা পেঁয়াজের চালানের মূল্য আনুমানিক ৫০ লক্ষ টাকা। সূত্রের খবর, টমেটোর ছলে নাসিকের পেঁয়াজ মধ্যপ্রাচ্যের মুসলিম  দেশগুলিতে পাচার করা হচ্ছিল। Photo- Representative
advertisement
5/9
এদিকে অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের ঘাটতির কারণে গত ডিসেম্বরে কেন্দ্রীয় সরকার পেঁয়াজ  রফতানি নিষিদ্ধ করেছিল৷ Photo- Representative
advertisement
6/9
নাগপুর কাস্টমস বিভাগের বিশেষ তদন্ত ও গোয়েন্দা শাখা গত সপ্তাহে মুম্বইয়ের নাভা শেভা বন্দরে ৮৩ টন পেঁয়াজ ভর্তি চারটি এসি কন্টেনার আটক করেছে। টমেটোর লেবেলযুক্ত পাত্রে পেঁয়াজের চালান সংযুক্ত আরব আমিরশাহিতে পাঠানো হচ্ছিল। Photo- Representative
advertisement
7/9
পেঁয়াজের ফলন ৪০ শতাংশ কমেছেনাসিক থেকে দুই রফতানিকারক এই চালানটি লোড করেছিলেন। তদন্তকারীরা দেখেছেন যে ক্রেটের প্রথম কয়েকটি সারিতে টমেটো রয়েছে এবং বাকিগুলিতে ভর্তি রয়েছে পেঁয়াজ। শুল্ক কর্মকর্তারা গোয়েন্দা তথ্য পেয়ে তা বন্ধ না করলে চালানটি সংযুক্ত আরব আমিরাশাহিতে পাচার হয়ে যেত৷ কার্যত এটি পেঁয়াজের স্মাগলিং হচ্ছিল৷ Photo- Representative
advertisement
8/9
এখন মুম্বই এবং নাসিক দুই জায়গারই পণ্য রফতানিকারক সংস্থাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হতে পারে। এবার নাসিকে কম বৃষ্টিতে গ্রীষ্মকালীন পেঁয়াজের ফলন ৪০ শতাংশ কম হয়েছিল৷ Photo- Representative
advertisement
9/9
গত বছর নাসিকে ২.২১ লক্ষ হেক্টর জমিতে পেঁয়াজের চাষ হয়েছিল, যেখানে এ বছর তা কমে দাঁড়িয়েছে ১.২৬ লক্ষ হেক্টরে। কৃষকরা তাঁদের উৎপাদিত পণ্য ৬ মাসেরও বেশি সময় ধরে সংরক্ষণ করে এবং পাইকারি বাজারে বিক্রি করে। এর পরিপ্রেক্ষিতে পেঁয়াজের বৃহত্তম বাজার লাসলগাঁওয়ে পেঁয়াজের গড় দাম বেড়েছে ১১ শতাংশ। Photo- Representative
বাংলা খবর/ছবি/দেশ/
Bizzare News: এই দেশে রফতানি হচ্ছিল টম্যাটো, কাস্টমস অফিসারকে খুলতেই ‘চোখে ভরে এল জল’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল