TRENDING:

Bihar Election Result 2020: যেকোনও মুহূর্তে পাল্টে যেতে পারে রেজাল্ট, বহু আসনে ভোটের ব্যবধান ২০০-এরও কম

Last Updated:
তবুও নির্বাচন কমিশনের পরিসংখ্যান দেখে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এখনও স্পষ্টভাবে কিছু বলা সম্ভব নয়, যেকোনও মুহূর্তে উল্টে যেতে পারে ফলাফল ৷
advertisement
1/4
যেকোনও মুহূর্তে পাল্টে যেতে পারে রেজাল্ট, বহু আসনে ভোটের ব্যবধান ২০০-এরও কম
বুথ ফেরত সমীক্ষার ফল উল্টেপাল্টে দিয়েছে গণনাকেন্দ্র থেকে আসা ভোটের ট্রেন্ড ৷ গণনাকেন্দ্র থেকে পাওয়া ভোটের ট্রেন্ড অনুসারে সংখ্যাগরিষ্ঠতার পথে এনডিএ ৷ আরও একবার মোদি ম্যাজিকে বিজেপির মাস্টারস্ট্রোক ৷ সবথেকে বেশি আসন নিয়ে বড় শরিককে মাত দিয়ে একনম্বরে উঠে এসেছে ৷ ভোটের ট্রেন্ড অনুযায়ী আসন সংখ্যায় দ্বিতীয় আরজেডি ৷ তিন নম্বরে নেমে গিয়েছে জেডিইউ ৷ তবুও নির্বাচন কমিশনের পরিসংখ্যান দেখে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এখনও স্পষ্টভাবে কিছু বলা সম্ভব নয়, যেকোনও মুহূর্তে উল্টে যেতে পারে ফলাফল ৷ কারণ ১২৩টি আসনে ৩০০০-এর কম ব্যবধান জয়ী প্রার্থী ও দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীর মধ্যে ৷ শুধু তাই নয় কোথাও ২০০ কোথাও ৩০০ ভোটের ব্যবধান ৷
advertisement
2/4
নির্বাচন কমিশন থেকে পাওয়া পরিসংখ্যান বলছে, গণনা এখনও চলছে এমন ১৬৬ আসনে ভোটের ব্যবধান ৫০০০ ৷ ৮০টি এমন আসনও রয়েছে যেখানে ভোটের ব্যবধান ২ হাজারেরও কম ৷
advertisement
3/4
কমিশন জানিয়েছে ৪৯ আসনে ব্যবধান ১০০০-রেরও কম ৷ ২০টি আসনে লড়াই এতটাই হাড্ডাহাড্ডি যে ভোটের তফাৎ ২০০-এরও কম ৷ এমন অবস্থায় যেকোনও সময় এগিয়ে থাকা প্রার্থী পিছিয়ে যেতেই পারে ৷ সেক্ষেত্রে সামগ্রিক ভোটের ফলে প্রভাব পড়তে বাধ্য ৷
advertisement
4/4
আমেরিকার ভোট গণনার চূড়ান্ত ফল জানতে লেগে গিয়েছিল তিন থেকে চার দিন৷ অতখানি না হলেও বিহারের চূড়ান্ত ফলাফল ঘোষণা হতে মঙ্গলবার গভীর রাত হয়ে যেতে পারে৷ নির্বাচন কমিশনের তরফেই এ কথা জানানো হয়েছে৷ কারণ করোনার জন্য সুরক্ষা বিধি মানতে গিয়ে ভোট গণনা প্রক্রিয়ায় বেশি সময় লাগছে৷ তার উপর করোনার কারণে বিহারে অনেকটা বেড়েছে বুথের সংখ্যা৷ ফলে পাল্লা দিয়ে বেড়েছে ইভিএম-এর সংখ্যাও৷ ফলে চূড়ান্ত ফলের জন্য গণনার শেষ পর্যন্ত অপেক্ষা করতেই হবে বিহারকে ৷
বাংলা খবর/ছবি/দেশ/
Bihar Election Result 2020: যেকোনও মুহূর্তে পাল্টে যেতে পারে রেজাল্ট, বহু আসনে ভোটের ব্যবধান ২০০-এরও কম
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল