TRENDING:

NOTA-এর থেকেও কম ভোট পেলেন লন্ডন ফেরত পুষ্পম, ছবিতে জানুন সেরা পাঁচ মহিলা প্রার্থীর ফল

Last Updated:
দেখে নিন, বিহারে জিতেছে কোন মহিলা প্রার্থী, হেরেছেই বা কে
advertisement
1/5
NOTA-এর থেকেও কম ভোট পেলেন পুষ্পম, ছবিতে জানুন সেরা পাঁচ মহিলা প্রার্থীর ফল
শ্রেয়শী সিং: জামুই বিধানসভা কেন্দ্রে জয়ী বিজেপি প্রার্থী শ্যুটার শ্রেয়শী সিং। জেডিউ প্রবীণ দিগ্বিজয় সিংয়ের কন্যা শ্রেয়শী তার প্রতিদ্বন্দ্বী আরজেডির বিজয় প্রকাশকে প্রায় ৩৫ হাজার ভোটে পরাজিত করেছেন। শ্রেয়শী প্রায় ৭১,০০০ এর বেশি ভোট পেয়েছেন, বিজয় প্রকাশ মাত্র ৩৫,৩১০ ভোট
advertisement
2/5
পুষ্পম প্রিয়া চৌধুরি: বিহার বিধানসভা নির্বাচনের জন্য বাকিঁপুর বিধানসভা আসনের গণনা শেষ হয়ে গিয়েছে ৷ এই আসনে বিজেপির নীতিন নবিন জয়ী হয়েছেন ৷ পরিবর্তনের প্রতিশ্রুতি দেওয়া পুষ্পম ভোট সংখ্যার হিসেবে তৃতীয় স্থান পেয়েছেন ৷ তিনি মাত্র ১৫০০ ভোট পেয়েছেন ৷ এই আসনে শত্রুঘ্ন সিনহার পুত্রকেও মাত দিয়েছেন নীতিন ৷ পুষ্পম প্রিয়া এই আসনের পাশাপাশি বিস্ফি আসন থেকেও দাঁড়িয়েছিলেন ৷ সেখানেও তিনি পরাজিত হয়েছিলেন ৷ শুধু তাই নয় নোটার থেকে আড়াই গুণ কম ভোট পেয়েছেন পুষ্পম ৷
advertisement
3/5
লেশি সিং: ধামধাহা কেন্দ্রের প্রধান দুই প্রতিযোগী হলেন সংযুক্ত জনতা দলের লেশি সিং এবং রাষ্ট্রীয় জনতা দলের প্রার্থী দিলীপ কুমার যাদব। এই কেন্দ্রে জয় হাসিল করেছেন লেশি সিং । লশি সিংহ ৮১৩১১ ভোট পেয়ে তাঁর বিরোধী আরজেডি প্রার্থী দিলীপ কুমার যাদবকে ৫২৩৮৪ ভোটে হারিয়েছেন।
advertisement
4/5
লাভলি আনন্দ- বিহারের বিখ্যাত বাহুবলী নেতা আনন্দ ও প্রাক্তন সাংসদ মোহন সিং এর স্ত্রী লাভলি আনন্দ আরজেডির প্রার্থী বিধানসভা নির্বাচনে হেরে গিয়েছেন। এই নির্বাচনে লাভলি আনন্দ সহরসা বিধানসভা আসন থেকে দাঁড়িয়েছিলেন। নির্বাচনী লড়াইয়ে তিনি বিজেপি প্রার্থী অলোক রঞ্জনের কাছে পরাজিত হয়েছেন। নির্বাচনে লাভলি আনন্দ পেয়েছেন ৮৩০২২ ভোট, সেখানে অলোক রঞ্জন ১ লক্ষেরও বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন।
advertisement
5/5
জেডিউ নেতা শরদ যাদবের মেয়ে সুভাষিনী যাদব, যিনি মধেপুরার সংসদ সদস্য ছিলেন, বিধানসভা নির্বাচনে তিনি বাবার রাজনৈতিক উত্তরাধিকার পরিচালনা করতে এসেছিলেন। কংগ্রেস প্রার্থী হয়ে তিনি বিহারিগঞ্জ থেকে দাঁড়িয়েছিলেন। তবে ভোট গণনার পরে পরাজয় নিয়ে সন্তুষ্ট থাকতে হবে সুভাষিনীকে। জেডিইউর প্রার্থী নিরঞ্জন কুমার মেহতা র কাছে পরাজিত হন সুভাষিনী। এই নির্বাচনে নিরঞ্জন মেহতা ৭৩৭৪৬ ভোট পেয়েছেন, সুভাষিণী পেয়েছেন কেবল ৫৭৩৭৩ ভোট।
বাংলা খবর/ছবি/দেশ/
NOTA-এর থেকেও কম ভোট পেলেন লন্ডন ফেরত পুষ্পম, ছবিতে জানুন সেরা পাঁচ মহিলা প্রার্থীর ফল
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল