Bihar Election Result 2020: জয়-পরাজয়ের মাঝেই ৫ জনের উপর চোখ গোটা বিহারের
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
জেনে নিন কারা এই ৫ জন
advertisement
1/5

সকাল থেকেই বিহারের গণনার দিকে গোটা দেশের নজর ৷ গোটা দেশই এখন ব্যস্ত একটাই আলোচনায় ৷ বিহারের মসনদে ফের কি নীতিশ কুমারের সরকার থাকবে ? নাকি এবার বাজিমাত করবেন তেজস্বী যাদব ৷ নীতিশকে সরিয়ে কি এবার তেজস্বীই বিহারের মসনদ সামলাবেন? রাঘোপুর থেকে দ্বিতীয়বার মাঠে নেমেছেন তেজস্বী যাদব। মহাজোটের পক্ষে তেজস্বী মুখ্যমন্ত্রীর দাবিদার।
advertisement
2/5
তেজ প্রতাপ যাদব: এবারের নির্বাচনে তেজ প্রতাপ নিজের আসন বদলেছেন। ২০১৫ সালের নির্বাচনে মহুয়া আসন থেকে তেজ প্রতাপ যাদব বিধায়ক হয়েছিলেন, তবে এবার তিনি হাসানপুর থেকে দাঁড়িয়েছেন। হাসানপুরে তাঁর প্রতিনিধি জেডিইউর রাজকুমার রায়। ২০১৫ সালে, রাজকুমার রাই আরএলএসপির বিনোদ চৌধুরীকে ২৯ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেছিলেন।
advertisement
3/5
বিহার নির্বাচনে মোকামার দিকে সবার নজর রয়েছে। কারণ এই আসন থেকে বাহুবলীর প্রত্যাশী এবং আরজেডি প্রার্থী অনন্ত সিং দাঁড়িয়েছেন। এই নির্বাচনে সবচেয়ে বেশি ফৌজদারি মামলা রয়েছে এমন প্রার্থী অনন্ত সিং। গনোনার প্রথম থেকেই মোকামা আসনে এগিয়ে রয়েছে তিনি।
advertisement
4/5
পুষ্পম প্রিয়া চৌধুরী: এই নির্বাচনে দুটি বিধানসভা আসন বিসিফি ও বাঁকীপুরে তেহকে দাঁড়িয়েছেন পুষ্পম প্রিয়া। পুষ্পম প্রিয়া তখনই অনেকের নজরে এসেছিলেন যখন তিনি পেপারে বিজ্ঞাপন দিয়ে নিজেকে বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করেছিলেন। পুষ্প প্রিয়া বিসিফির আসনে প্রতিনিধি আরজেডির ফায়াজ আহমেদ আর বাঁকীপুরে তাঁর প্রতিনিধি বিজেপি প্রার্থী নিতিন নবীন এবং কংগ্রেসের লব সিনহা।
advertisement
5/5
দলের জাতীয় সভাপতি ও প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঁঝি ইমামগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন। গয়ার আশেপাশের অঞ্চলগুলিতে তাদের প্রভাব রয়েছে বলে মনে করা হয়। রাজনীতিতে যোগদানের পর থেকে তিনি ফতেহপুর, বড়চট্টি, বোধগয়া, মখদুমপুর ও ইমামগঞ্জ থেকে নির্বাচনে লড়ে জয়লাভ করেছেন। তবে গয়া আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার তার স্বপ্ন এখনও পর্যন্ত বাস্তবায়িত হয়নি।