Bihar Election Opinion Poll: বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে সবচেয়ে এগিয়ে কে? ওপিনিয়ন পোলে যা সামনে এল, চমকে উঠবেন শুনে! কার নাম জানেন?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Bihar Election Opinion Poll: এ বার বিহারের ২৪৩টি বিধানসভা আসনে দু’দফায় ভোট হবে। প্রথম দফার নির্বাচন হবে ৬ নভেম্বর।
advertisement
1/6

বিধানসভা ভোটের আগে বিহারের ভোটদাতাদের ‘পরবর্তী মুখ্যমন্ত্রী’ হিসাবে পছন্দের দৌড়ে জেডিইউ প্রধান নীতীশ কুমার তিন নম্বরে রয়েছেন বলে সি-ভোটার জনমত সমীক্ষার ফল বলছে! ওই জনমত সমীক্ষা জানাচ্ছে, মুখ্যমন্ত্রী হিসেবে বিহারবাসীর পছন্দের শীর্ষে রয়েছেন আরজেডি প্রধান লালুপ্রসাদের পুত্র তথা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব।
advertisement
2/6
৩৫.৫ শতাংশ ভোটদাতার সমর্থন রয়েছে তাঁর প্রতি। তাৎপর্যপূর্ণ ভাবে ২৩ শতাংশ ভোটদাতার সমর্থন নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন প্রাক্তন ভোটকুশলী তথা সদ্যগঠিত ‘জন সুরাজ পার্টি’র প্রতিষ্ঠাতা প্রধান প্রশান্ত কিশোর। আর বর্তমান মুখ্যমন্ত্রী নীতীশ কুমার? ১৬ শতাংশ ভোটারের সমর্থন পেয়ে তিনি তিন নম্বরে!
advertisement
3/6
জেভিসি ওপিনিয়ন পোলে (JVC opinion poll) অবশ্য গত সেপ্টেম্বরে মাসে নীতীশ পেয়েছিলেন ২৭ শতাংশ ভোটদাতার সমর্থন, অপরদিকে তেজস্বী পেয়েছিলেন ২৫ শতাংশ। যদিও এই ওপিনিয়ন পোলেই গত অগাস্ট মাসে তেজস্বী ৩০ শতাংশ ভোটদাতার সমর্থন নিয়ে প্রথম স্থানে ছিলেন। সে সময় নীতীশ কুমার পেয়েছিলেন ২৩ শতাংশ সমর্থন, প্রশান্ত কিশোর পেয়েছিলেন ১৪ শতাংশ সমর্থন।
advertisement
4/6
এদিকে, Vote Vibe survey-এর ওপিনিয়ন পোল অনুসারে, বিহারের ভোটদাতাদের ‘পরবর্তী মুখ্যমন্ত্রী’ হিসাবে পছন্দের দৌড়ে প্রথম স্থানে রয়েছেন তেজস্বী। তিনি পেয়েছেন ৩৫ শতাংশ ভোটদাতার সমর্থন। ২৩.৪ শতাংশ মানুষ বেছে নিয়েছেন নীতীশ কুমারকে। আর প্রশান্ত কিশোরের হয়ে সওয়াল করেছেন ১৩.৮ শতাংশ মানুষ।
advertisement
5/6
নির্বাচন কমিশন গত ৬ অক্টোবর নির্ঘণ্ট ঘোষণা করে জানিয়েছে, এ বার বিহারের ২৪৩টি বিধানসভা আসনে দু’দফায় ভোট হবে। প্রথম দফার নির্বাচন হবে ৬ নভেম্বর। ওই দফায় ১২১টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। ১০-১৭ অক্টোবর পর্যন্ত মনোনয়ন জমার পর তা পরীক্ষা হবে ১৮ অক্টোবর।
advertisement
6/6
প্রথম দফার ভোটের প্রার্থীরা নাম প্রত্যাহার করতে পারবেন ২০ অক্টোবর পর্যন্ত। ১১ নভেম্বর দ্বিতীয় দফায় মোট ১২২টি আসনে ভোটগ্রহণ হবে। ওই দফার গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ১৩ অক্টোবর। ২০ অক্টোবর পর্যন্ত মনোনয়ন জমা করা যাবে। ২৩ অক্টোবর পর্যন্ত প্রার্থীরা চাইলে নাম তুলে নিতে পারবেন। ভোটগণনা হবে ১৪ নভেম্বর।