TRENDING:

Bihar Assembly Election 2025: ‘ভেঁইস ভি পাঙ্খে কে নিচে শোতি হ্যায়..,’ বিহারে বড় ফ্যাক্টর, বিনামূল্যে বিদ্যুৎ!

Last Updated:
গত ৩ জুলাই নীতীশ ঘোষণা করেন, বিহারের ‘মুখ্যমন্ত্রী প্রতিজ্ঞা যোজনা’ প্রকল্পে যাঁদের কারিগরি উন্নয়ন সংক্রান্ত প্রশিক্ষণ বা ‘স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং’ রয়েছে কিংবা যাঁরা দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁদের ইন্টার্নশিপ বাবদ প্রতি মাসে ৪০০০ টাকা দেওয়া হবে। যাঁদের আইটিআই-এর ডিগ্রি রয়েছে বা যাঁরা ডিপ্লোমা পাশ করেছেন, তাঁরা মাসে ৫০০০ টাকা পাবেন। স্নাতক এবং স্নাতকোত্তর উত্তীর্ণেরা পাবেন মাসিক ৬০০০ টাকা।
advertisement
1/9
‘ভেঁইস ভি পাঙ্খে কে নিচে শোতি হ্যায়..,’ বিহারে বড় ফ্যাক্টর, বিনামূল্যে বিদ্যুৎ!
বুথফেরত সমীক্ষায় আভাস মিলেছিল৷ সেই পূর্বাভাস সত্যি করে বিহারে ল্যান্ডস্লাইড ভিক্ট্রির পথে এগিয়ে চলেছে মোদি-নীতীশের এনডিএ জোট৷ সরকারি চাকরির প্রতিশ্রুতি থেকে শুরু করে মহিলাদের প্রতি মাসে ২৫০০ টাকা৷ লালুপুত্র তেজস্বীর তালিকায় বড় বড় প্রতিশ্রুতি থাকলেও ঠিক কোন জনমোহনী অঙ্কে বাজিমাত করেছেন নীতীশ? তা নিয়েই এখন জোর চর্চা রাজনৈতিক মহলে৷
advertisement
2/9
বিহারের ১.৩ কোটি মহিলাকে একদিকে যেমন ১০,০০০ টাকা দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ, তখন অন্যদিকে, বারবার প্রতিটা জনসভায় ‘জঙ্গলরাজ’ ফিরে আসার ‘আতঙ্কে’র স্মৃতি উস্কে দিতে থেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মোদি-নীতীশের যুগলবন্দি প্রভাব ফেলেছে বিহারের মহিলা ভোটে৷
advertisement
3/9
তবে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে নীতীশ সরকারের আরও একটি ঘোষণা৷ প্রতিটি গৃহস্থ পরিবারকে বিনামূল্যে বিদ্যুৎ৷ ভোটের আগে নীতীশের এই ঘোষণা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল বিহার তো বটেই, গোটা দেশে৷
advertisement
4/9
বিদ্যুৎ, কাঁড়ি কাঁড়ি টাকার অতিরিক্ত বিদ্যুতের বিল, প্রতিটা গৃহস্থ বাড়ির বড় মাথাব্যথা৷ সেই শিরঃপীড়ারই সারিয়ে দিলেন নীতীশ৷ চলতি বছরের জুলাই মাসে, বিহারের ভোটের দিনক্ষণ ঘোষণার বহু আগেই জানিয়ে দিলেন, সে রাজ্যের প্রতিটি পরিবারকে বিনামূল্যে মাসে ১২৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ দেওয়া হবে। এর ফলে উপকৃত হয় বিহারের ১ কোটি ৬৭ লক্ষ পরিবার৷
advertisement
5/9
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নীতীশ কুমার জানান, ‘একদম শুরুর দিন থেকে আমরা সুলভ মূল্যে প্রত্যেককে বিদ্যুৎ পরিষেবা দিয়ে যাচ্ছি। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, ১ অগস্ট থেকে ১২৫ ইউনিট পর্যন্ত খরচে কাউকে বিদ্যুতের জন্য টাকা দিতে হবে না।’
advertisement
6/9
বিহারে ভোটপ্রচার চলাকালীন বলা হয়,‘হামারে গাঁও মে তো ভেঁইস ভি পাঙ্খে কে নিচে শোতি হ্যায়’
advertisement
7/9
এছাড়া, বিধবা এবং বার্ধক্য ভাতাও ভোটের আগেই বাড়ানোর সিদ্ধান্ত নেয় নীতীশ সরকার৷ বিহারে বয়স্ক নাগরিক, বিধবা মহিলা এবং বিশেষ ভাবে সক্ষম নাগরিকেরা সামাজিক নিরাপত্তা পেনশন প্রকল্পের অধীনে মাসে ৪০০ টাকা করে পেতেন। তা এক লপ্তে ৭০০ টাক বাড়িয়ে ১১০০ টাকা করা হয়।
advertisement
8/9
গত ৩ জুলাই নীতীশ ঘোষণা করেন, বিহারের ‘মুখ্যমন্ত্রী প্রতিজ্ঞা যোজনা’ প্রকল্পে যাঁদের কারিগরি উন্নয়ন সংক্রান্ত প্রশিক্ষণ বা ‘স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং’ রয়েছে কিংবা যাঁরা দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁদের ইন্টার্নশিপ বাবদ প্রতি মাসে ৪০০০ টাকা দেওয়া হবে। যাঁদের আইটিআই-এর ডিগ্রি রয়েছে বা যাঁরা ডিপ্লোমা পাশ করেছেন, তাঁরা মাসে ৫০০০ টাকা পাবেন। স্নাতক এবং স্নাতকোত্তর উত্তীর্ণেরা পাবেন মাসিক ৬০০০ টাকা। যাঁরা বিহারেরই অন্য জেলায় ইন্টার্নশিপ করবেন, তাঁদের অতিরিক্ত ২০০০ টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে। অন্য রাজ্যে কাজ করলে দেওয়া হবে অতিরিক্ত ৫০০০ টাকা। ইন্টার্নশিপের মেয়াদ হবে তিন থেকে ১২ মাস। এই ঘোষণাও, বিহারের গরিব, মহিলা ও ছাত্র-যুবদের ভোট ব্যাঙ্ককে প্রাভাবিত করেছিল বলে মনে করা হচ্ছে৷
advertisement
9/9
সবশেষে মহিলাদের অ্যাকাউন্টে ১০ হাজার টাকা দেওয়াই ছিল নীতীশের ফাইনাল মাস্টারস্ট্রোক৷
বাংলা খবর/ছবি/দেশ/
Bihar Assembly Election 2025: ‘ভেঁইস ভি পাঙ্খে কে নিচে শোতি হ্যায়..,’ বিহারে বড় ফ্যাক্টর, বিনামূল্যে বিদ্যুৎ!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল