Theft: মন্দিরের আরতির তালে তালে রেলকর্মীর বাড়িতে চুরি! লোপাট ২০ লাখ টাকা! চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গেল ধূর্ত ৩ চোর? দেখুন
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Theft in Railway Employee House:সিসিটিভি ক্যামেরায় দেখা গিয়েছে তিন ব্যক্তিকে। মন্দিরে আরতি শুরু হওয়ার অপেক্ষায় ছিল তারা। মন্দিরে ৯টা ৫০ মিনিটে আরতি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রেল কর্মচারীর বাড়িতে ঢোকে তারা।
advertisement
1/8

ঝাঁসি: মাত্র ৮ মিনিটে উধাও ১৫ থেকে ২০ লক্ষ টাকা! এমন অবাক করা চুরির ঘটনা এর আগে জানতেন? মন্দিরের আরতি শুরু হতেই লোপাট হয়ে গেল ঘরের টাকাপয়সা, গয়না! আরতির ঘণ্টার আওয়াজে চাপা পড়ে গেল ঘর তছনচের শব্দ! দেখুন কী কাণ্ড!
advertisement
2/8
উত্তরপ্রদেশের ঝাঁসিতে এমন চুরির চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। চোরেরা চুরির জন্য এমন এক সময় বেছে নিয়েছিল যে সময়ে মন্দিরে আরতির সময় ঘণ্টা বাজছিল। ঘণ্টার তীব্র আওয়াজে সব চাপা পড়ে যাওয়ার জোগাড়!
advertisement
3/8
এই সময়েই দুষ্কৃতিরা রেলওয়ের এক কর্মচারীর বাড়ির তালা ভেঙে মাত্র ৮ মিনিটের রেকর্ড সময়ের মধ্যে ১৫ থেকে ২০ লাখ টাকা চুরি করে পায়ে হেঁটে ঘটনাস্থল থেকে সহজেই পালিয়ে যায়। বিলাসবহুল গাড়ি নিয়ে ৩ চোর চুরি করতে এসেছিল বলে জানা যায়।
advertisement
4/8
এই সময়েই দুষ্কৃতিরা রেলওয়ের এক কর্মচারীর বাড়ির তালা ভেঙে মাত্র ৮ মিনিটের রেকর্ড সময়ের মধ্যে ১৫ থেকে ২০ লাখ টাকা চুরি করে পায়ে হেঁটে ঘটনাস্থল থেকে সহজেই পালিয়ে যায়। বিলাসবহুল গাড়ি নিয়ে ৩ চোর চুরি করতে এসেছিল বলে জানা যায়।
advertisement
5/8
ঘটনাটি সিটি কোতোয়ালি এলাকার শিব পরিবার কলোনির। সূত্রের খবর, ডিআরএম অফিসে কেরানি হিসেবে কর্মরত প্রতিভা রায়ের বাড়িতে চুরি করে পুলিশকে চ্যালেঞ্জ দিয়ে গিয়েছে চোরেরা। রেলের কর্মচারী প্রতিভা রাই জানান, যে তিনি সকালে অফিসে গিয়েছিলেন। এদিকে কলোনিতে নির্মিত মন্দিরে সকাল ৯টা ৪৫ মিনিটে আরতি শুরু হয়। প্রতিভা রাইয়ের বাড়িতে বসবাসকারী আরও দুই সদস্য মন্দিরে অনুষ্ঠিত আরতিতে যোগ দিতে যান। মন্দিরের আরতি ৯টা ৫০ মিনিট-এ শুরু হয় এবং পরবর্তী ১০ থেকে ১৫ মিনিট পর্যন্ত চলতে থাকে।
advertisement
6/8
সিসিটিভি ক্যামেরায় দেখা গিয়েছে তিন ব্যক্তিকে। মন্দিরে আরতি শুরু হওয়ার অপেক্ষায় ছিল তারা। মন্দিরে ৯টা ৫০ মিনিটে আরতি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রেল কর্মচারীর বাড়িতে ঢোকে তারা। দেখা যায়, সাদা শার্ট পরা এক ব্যক্তিকে মন্দিরের কাছে এসে দাঁড়াল। মন্দিরের আরতি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মন্দিরের ভিতরে ইলেকট্রনিক ড্রাম এবং ঘণ্টা জোরে বাজতে শুরু করে।
advertisement
7/8
বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা দুই চোর বাড়ির দেয়াল টপকে দ্বিতীয় গেট ভেঙে ভেতরে ঢুকে সোজা ওই ঘরে যায় যেখানে লক্ষাধিক টাকার সোনার গয়না ছিল। চোরেরা বালিশের কভারে ভরে স্বর্ণালংকার ও নগদ ১৫ থেকে ২০ লাখ টাকা নিয়ে ঘরের দেয়াল ঝাঁপ দিয়ে বেরিয়ে আসে এবং মাত্র ৮ মিনিটের মধ্যে চুরি সেরে চম্পট দেয়।
advertisement
8/8
এসপি জিটি জ্ঞানেন্দ্র কুমার সিং জানিয়েছেন তদন্ত চলছে। ৩ চোরকে ধরতে বড় দল নিযুক্ত হয়েছে। যদিও এখনও রেলকর্মী প্রতিভা কোনও অভিযোগ জানাননি।