TRENDING:

Bengali Youtuber Wedding: সিঁদুর,টোপর, রজনীগন্ধা...! কলকাতার মন্দিরে 'গোপনে' সাত পাকে বাঁধা পড়লেন YouTuber মনোজ দে! কনেটি কে?

Last Updated:
গত ১৫ মার্চ কলকাতার কালী মন্দিরে বিয়ে করলেন ইউটিউবার মনোজ ও জ্যোতি। দুজনেই গোপনে সেরে ফেললেন বিয়ে। দীর্ঘদিনের ভালোবাসার মধুর পরিণতি। সোশ্যাল মিডিয়ায় ছবিটি শেয়ার করে বিয়ের কথা ঘোষণা করেছেন মনোজ ও জ্যোতি।
advertisement
1/7
সিঁদুর,টোপর, রজনীগন্ধা..! কলকাতায় 'গোপনে' সাত পাকে বাঁধা পড়লেন YouTuber মনোজ দে
গার্লফ্রেন্ড জ্যোতি শ্রীর সঙ্গে গাঁটছড়া বাঁধলেন বিখ্যাত ইউটিউবার মনোজ দে। দীর্ঘদিনের বান্ধবী জ্যোতি শ্রীর সঙ্গে সম্পর্কে সিলমোহর দেওয়ার পাশাপাশি ৪০ লাখ সাবস্ক্রাইবারের এই জনপ্রিয় ইউ টিউবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও এবং একটি ছবি পোস্ট করেছেন। দু'জনের অনুরাগীরাই অভিনন্দন ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছে তাঁদের সোশ্যাল পাতা।
advertisement
2/7
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতে মনোজ দেকে দেখা যাচ্ছে বাঙালি বিয়ের পোশাকে। যেখানে তিনি মাথায় টোপর আর ধুতি পাঞ্জাবিতে বাঙালি বরের সাজে। অন্যদিকে বাঙালি বাড়ির ঐতিহ্যবাহী লাল টুকটুকে বেনারসি শাড়ি পরেছেন জ্যোতি। জ্যোতির মুখে সিঁদুরের লালিমা ছড়ানো।
advertisement
3/7
জানা যাচ্ছে, গত ১৫ মার্চ কলকাতার বিখ্যাত কালী মন্দিরে বিয়ে হয় মনোজ ও জ্যোতির। সূত্রের খবর, গোপনেই বিয়েটা সেরে ফেলেছেন এই বিখ্যাত ইউটিউবার। সোশ্যাল মিডিয়ায় ছবি ও ভিডিও শেয়ার করার পরেই অনুরাগীরা তাঁদের সম্পর্কের খবর জানতে পেরেছেন।
advertisement
4/7
সূত্রের খবর বিয়েতে মত দেননি মনোজের পরিবার। আর তাই নাকি এত গোপনীয়তা। জানা যাচ্ছে উভয়ের পরিবারের সদস্যরাও বিয়েতে অংশ নেননি। তবে মন্দিরে যাবতীয় নিয়ম মেনেই বিয়ে করে ফেলেছেন মনোজ ও তাঁর প্রেমিকা।
advertisement
5/7
প্রসঙ্গত, মনোজ দে এবং জ্যোতি শ্রী জুটি ইউটিউবে ইতিমধ্যেই দারুণ জনপ্রিয় নাম। দীর্ঘদিন ধরে দুজনের মধ্যে প্রেম চলছিল। এ নিয়ে ভক্তদের মধ্যে চর্চাও কম ছিল না।
advertisement
6/7
তবে বিয়ের খবর আগে থেকে অনুরাগীদেরও জানাতে চাননি দুই জনপ্রিয় ইউটিউবার। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় জ্যোতির সঙ্গে ছবি শেয়ার করেছেন মনোজ। আর সেই ছবি দেখেই শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন ফ্যানেরা।
advertisement
7/7
দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল মনোজ-জ্যোতির অ্যাফেয়ার নিয়ে। অবশেষে যাবতীয় জল্পনা কল্পনার অবসান। সূত্রের খবর, পরিবারকে বিয়ের জন্য রাজি করানোর যথাসাধ্য চেষ্টা করলেও তারা রাজি হচ্ছিলেন না কিছুতেই। শেষমেশ তাই মন্দিরে গিয়েই সাত পাকে বাঁধা পড়লেন মনোজ ও জ্যোতি।
বাংলা খবর/ছবি/দেশ/
Bengali Youtuber Wedding: সিঁদুর,টোপর, রজনীগন্ধা...! কলকাতার মন্দিরে 'গোপনে' সাত পাকে বাঁধা পড়লেন YouTuber মনোজ দে! কনেটি কে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল