Ayodhya Ram Temple: গ্রীষ্মের আগেই বদলে গেল রামলালার গয়না, গায়ে লাগল হলুদ-আবীর! কী পোশাক পরানো হল?
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Ayodhya Ram Temple: অযোধ্যার রাম মন্দিরে রামলালার যাতে কোনও সমস্যা না হয়, তাই ভারী গয়নার সাজের পরিবর্তে তাঁকে হালকা গয়না পরানো হয়েছে।
advertisement
1/5

*রামলালার সিংহাসনে বসার পর প্রথম উৎসব বসন্ত পঞ্চমী। এই বিশেষ দিনটি অত্যন্ত আড়ম্বরে পালিত হল অযোধ্যা রাম মন্দিরে। বসন্ত পঞ্চমীর দিন রামলালাকে আবির ও গুলাল নিবেদন করা হয়। এই দিনটিকে গ্রীষ্মের সূচনা বলে মনে করা হয়। এই ঋতুতে রামলালার যাতে কোনও সমস্যা না হয়, তাই ভারী গয়নার সাজের পরিবর্তে তাঁকে হালকা গয়না পরানো হয়েছে। (সরভেশ শ্রীবাস্তব)
advertisement
2/5
*রামলালার সিংহাসনে বসার পর প্রথম উৎসব বসন্ত পঞ্চমী। বসন্ত পঞ্চমীর দিনটিতে রামলালাকে আবির ও গুলাল নিবেদন করা হয়। ছবিতে রামলালার মুখে আবীর এবং গুলাল দৃশ্যমান। বসন্ত পঞ্চমী থেকে রঙ ভরি একাদশী পর্যন্ত অযোধ্যার সব মঠ ও মন্দিরে শুরু হয়েছে রঙের উৎসবের নানা অনুষ্ঠান।
advertisement
3/5
*বসন্ত পঞ্চমী উপলক্ষে রামলালার পোশাক বদলানো হয়েছে। রামলালাকে হলুদ বস্ত্র পরানো হয়। সেই সঙ্গে বসন্ত পঞ্চমীর দিন প্রাণপ্রতিষ্ঠার পর রামলালা যে গয়না পরেছিলেন, তা সরিয়ে নতুন গয়না পরানো হয়েছে।
advertisement
4/5
*রাম মন্দিরে উপবিষ্ট রামলালার পাশাপাশি, ভারত, শত্রুঘ্ন এবং লক্ষ্মণকেও নতুন মুকুট দেওয়া হয়। বসন্ত পঞ্চমী উপলক্ষে ৫৬ খাবার দেওয়া হয়। শুধু তাই নয়, ভারী ফুলের মালার পরিবর্তে ভগবান রামকে এলাচের মালা পরিয়ে দেওয়া হয়েছে।
advertisement
5/5
*বসন্ত পঞ্চমীর পরে গ্রীষ্মের ঋতুর শুরু বলে মনে করা হয়। এই পরিবর্তনশীল ঋতুতে যাতে রামলালার যাতে কোনও কোনও সমস্যা না হয়, সেই জন্য ভগবানকেও ভারী গহনার বদলে হালকা গয়না পরানো হয়েছে।