অগাস্টে এতদিন বন্ধ থাকবে স্কুল-কলেজ...? দেখে নিন তারিখ-সহ ছুটির কমপ্লিট লিস্ট
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
August School Holiday List: আসছে অগাস্ট মাস। আর এবার এই অগাস্ট মাস নিয়ে আসতে চলেছে একগুচ্ছ উৎসব আর তার হাত ধরে পরে পাওয়া চোদ্দ আনা ছুটির ভাণ্ডার। এই মাসটি স্কুল-পড়ুয়া বাচ্চাদের জন্য নিঃসন্দেহে বিশেষ হতে চলেছে কারণ এই বছর অগাস্ট মাসে প্রচুর ছুটি পাবে তারা। কী কী ছুটি? কবে কবে বন্ধ থাকবে স্কুল কলেজ? চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ লিস্ট!
advertisement
1/19

অগাস্ট শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই যেন হুড়মুড়িয়ে ঢুকে পড়তে চলেছে উৎসবের আমেজ! কেন জানেন? কারণ এই বছর অর্থাৎ ২০২৫-এ সেপ্টেম্বরে পুজোর মাস হলেও ছুটির দিক ঠিক থেকে অগাস্ট কিছু কম যায় না মোটেই।
advertisement
2/19
আসছে অগাস্ট মাস। আর এবার এই অগাস্ট মাস নিয়ে আসতে চলেছে একগুচ্ছ উৎসব আর তার হাত ধরে পরে পাওয়া চোদ্দ আনা ছুটির ভাণ্ডার। এই মাসটি স্কুল-পড়ুয়া বাচ্চাদের জন্য নিঃসন্দেহে বিশেষ হতে চলেছে কারণ এই বছর অগাস্ট মাসে প্রচুর ছুটি পাবে তারা। কী কী ছুটি? কবে কবে বন্ধ থাকবে স্কুল কলেজ? চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ লিস্ট!
advertisement
3/19
সেই গরমের ছুটির পর থেকে তেমন কোনও বড় ছুটি স্কুল কলেজগুলির ছাত্রছাত্রীরা পায়নি। এর মধ্যেই পরবর্তী বছরের মাধ্যমিক উচ্চমাধ্যমিকের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে, অন্যান্য শ্রেণীর ছাত্র-ছাত্রীদের পরীক্ষার সিলেবাসও বেশ কিছুটা এগিয়ে গিয়েছে।
advertisement
4/19
আর তারই মধ্যে দেখতে দেখতে ২০২৫ জুলাই মাস পেরিয়ে অগাস্ট মাস শুরু হতে চলেছে। নতুন মাস শুরুর আগেই ছাত্র-ছাত্রী এবং অফিস কর্মীদের চোখ থাকে ছুটির ক্যালেন্ডারে। তবে এবারে সুখবর। নতুন মাসে একাধিক ছুটির ঘোষণা করা হয়েছে সরকারের তরফে।
advertisement
5/19
এই অগাস্ট মাসে যেমন আছে রাখিবন্ধন, জন্মাষ্টমী এবং চেহালুমের মতো ভারতের বড় বড় উৎসব তেমনই আবার আছে দেশের স্বাধীনতা দিবস উদযাপনের মতো মেগা ইভেন্ট! যার কারণে স্কুল, কলেজ, সরকারি অফিস এবং ব্যাঙ্কগুলি বেশ অনেক দিন বন্ধ থাকবে এই মাসে। আর কী কী আছে এই মাসে?
advertisement
6/19
অগাস্ট মাসে কতদিন ছুটি পাবে?আসন্ন এই মাসটি শুরু হচ্ছে রাখিবন্ধন দিয়ে। আগামী ৯ অগাস্ট রাখিবন্ধন, যা শনিবার পড়েছে। এর পরে রবিবারও ছুটি থাকবে। এর ফলে দু'দিনের দীর্ঘ সপ্তাহান্ত থাকবে প্রথম সপ্তাহেই। এরপর ১৪ অগাস্ট বৃহস্পতিবার চেহলুম উৎসব পালিত হবে দেশের কিছু অংশে, আর সেদিনও স্কুলগুলি বন্ধ থাকবে।
advertisement
7/19
১৫ অগাস্ট শুক্রবার স্বাধীনতা দিবস এবং পরের দিন অর্থাৎ ১৬ অগাস্ট শনিবার পড়েছে জন্মাষ্টমী উৎসব, যা একটি দেশ জুড়ে পালিত সরকারি ছুটি।
advertisement
8/19
বিশেষ বিষয় হল এবার চেহলুমের দিন স্কুলগুলিতে ছুটি থাকবে, তবে সরকারি অফিস এবং ব্যাঙ্ক খোলা থাকবে।
advertisement
9/19
টানা তিন দিন ছুটি দেওয়া হবে:উৎসবের কারণে বেশ কয়েকদিন একটানা ছুটি থাকবে অগাস্ট মাসে। ফলে একটা লং উইকেন্ডের প্ল্যানিং আপনি করে রাখতেই পারেন আগাম।
advertisement
10/19
১৫ এবং ১৬ অগাস্ট ছুটি ঘোষণা করা হয়েছে। এই দুই দিন সমস্ত সরকারি অফিস, স্কুল এবং অন্যান্য প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ১৫ অগাস্ট শুক্রবার এবং ১৬ অগাস্ট অর্থাৎ শনিবার জন্মাষ্টমীর উৎসব। আর তাই স্কুল পড়ুয়াই হোক বা সরকারি কর্মচারী, টানা তিন দিন ছুটি পেতে চলেছেন এই সময়।
advertisement
11/19
রাজ্যের (পশ্চিমবঙ্গ) ছুটির লিস্ট:অগাস্ট মাসের শুরুতেই ২ ও ৩ তারিখ প্রথম শনি ও রবিবার হওয়ার কারণে স্কুল কলেজগুলি বন্ধ থাকবে। যদিও একাধিক বিদ্যালয় ২ তারিখ অর্থাৎ শনিবার অর্ধ দিবস হিসাবে খোলা থাকবে।
advertisement
12/19
এরপর ৯ অগাস্ট, ২০২৫ তারিখে দ্বিতীয় শনিবার হওয়ার পাশাপাশি রয়েছে রাখি বন্ধন উৎসব। এই উপলক্ষে রাজ্যের সমস্ত বিদ্যালয়, কলেজ, অফিস আদালত বন্ধ রাখা হবে। অপরদিকে তার পরের দিন অর্থাৎ ১০ আগস্ট, রবিবার সমস্ত সরকারি কার্যালয়ের পাশাপাশি স্কুল কলেজ গুলিও বন্ধ থাকবে।
advertisement
13/19
এরপরে ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস হিসাবে বিদ্যালয়গুলির পঠন-পাঠন বন্ধ রাখা হবে। যদিও ওইদিন একাধিক স্কুলে কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় এবং পতাকা উত্তোলনের জন্য ছাত্রছাত্রীদের বিদ্যালয় প্রাঙ্গণে কিছু সময় উপস্থিত থাকা অনেক সময়ই বাধ্যতামূলক থাকে।
advertisement
14/19
পরদিন অর্থাৎ ১৬ অগাস্ট, শনিবার জন্মাষ্টমী উপলক্ষে স্কুল কলেজ সবকিছুই বন্ধ রাখা হবে। অপরদিকে ১৭ অগাস্ট রবিবার থাকায় স্বাভাবিকভাবেই সমস্ত কার্যালয় বন্ধ থাকবে। অর্থাৎ এই সময়ে ছাত্রছাত্রীরা একটানা ৩ দিন ছুটি উপভোগ করতে পারবেন।
advertisement
15/19
এরপর একেবারে ২৩ ও ২৪ অগাস্ট, ২০২৫ তারিখে চতুর্থ শনি ও রবিবার হিসাবে বন্ধ থাকবে স্কুল-কলেজগুলি। অগাস্টের ২৭ তারিখ, বুধবার গণেশ চতুর্থী উপলক্ষে কোনও কোনও স্কুল ছুটি দিলেও সরকারি কোনও ছুটি এখনও ঘোষণা করা হয়নি।
advertisement
16/19
পরে ওই সপ্তাহেই ৩০ তারিখ ও ৩১ তারিখ শেষ শনি ও রবিবার উপলক্ষে স্কুল কলেজগুলি ছুটি থাকবে। সবমিলিয়ে প্রায় ১১দিন ছুটি একেবারে গ্যারান্টি!
advertisement
17/19
অতএব, আর দেরি না করে এখনই শুরু করে দিন প্ল্যানিং। অগাস্ট মাসে, আপনি আপনার পরিবার এবং বন্ধুদের সঙ্গে দিব্যি ছোটখাট ট্যুরে বেরিয়ে পড়তে পারেন। বেড়াতে না গেলেও সবাই মিলে হইহই করে কাটাতে পারেন একটা গোটা লং উইকেন্ড।
advertisement
18/19
কারণ উপরের তালিকা দেখে নিশ্চই বুঝতে পারছে আগামী অগাস্ট মাসটি উৎসব এবং ছুটির দিনে একেবারে প্যাকড-আপ থাকতে চলেছে। যা চাকুরীজীবি মানুষের জন্য বেশ খানিকটা স্বস্তি বয়ে আনতে পারে। আবার এই সুযোগে কেউ কেউ সেরে ফেলতে পারেন পুজোর শপিং।
advertisement
19/19
স্কুল-পড়ুয়া ও চাকুরীজীবি মানুষরাও চাইলেই বেশ খানিকটা ব্রেক পেতে চলেছেন এই মাসে যাতে তারা অল্প সময়ের জন্য হলেও দৈনন্দিন ব্যস্ততা থেকে কিছুটা হলেও মুক্তির বাতাস পেয়ে যান দৈনন্দিন কর্মজীবনের মাঝেও।