TRENDING:

চাইছেন ১০০-শো বেরোচ্ছে ৫০০-শোর নোট ! ATM বিভ্রাটে মুনাফায় গ্রাহকরা

Last Updated:
advertisement
1/4
চাইছেন ১০০-শো বেরোচ্ছে ৫০০-শোর নোট ! ATM বিভ্রাটে মুনাফায় গ্রাহকরা
১০০ টাকার পরিবর্তে ৫০০ টাকা বোরচ্ছে ATM থেকে ! মুহূর্তে ছড়িয়ে পড়ে খবর ৷ তারপর যা হওয়ার তাই ৷ ঘণ্টা খানেকে হুড়িয়ে টাকা তুললেন অনেকে ৷ প্রায় ৩ ঘণ্টায় ৯৮জন ১লক্ষ ২০হাজারের মালিক হলেন ৷ কী থেকে এমন ঘটনা তার সূত্র খোঁজার চেষ্টা চলছে ৷ Photo Collected
advertisement
2/4
ঘটনাটি মধ্যপ্রদেশের আলিরাজপুরের ৷ ATM-এ ক্যাশ ভরার দায়িত্বে যারা রয়েছেন, তাদের কাছে খবর পৌঁছতেই ছুটে আসেন তারা ৷ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই ATM থেকে যারা টাকা তুলেছেন তাদের ডেকে পাঠানোর চেষ্টা চলছে ৷ আবেদন করা হবে অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার ৷ শুক্রবার এই ঘটনা ঘটলেও, ব্যাঙ্ক ম্যানেজার এখনও বিষয়টি জানানেই না ৷ Photo Collected
advertisement
3/4
ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, রাঞ্চোর রাই মার্গে শাখার ম্যানেজার জানিয়েছেন যে আধিকারিকদের সঙ্গে কথা বলে তিনি বিষয়টি নিয়ে মুখ খুলবেন ৷ শনিবার সকালেও ATM-এর সামনে ভিড় জমান অনেকে ৷ এদের মধ্যে থেকেই কেউ খবর দেন নির্দিষ্ট কর্তৃপক্ষকে ৷ Photo Collected
advertisement
4/4
স্থানীয়দের বক্তব্য অনুযায়ী এই ATM-এ খুব কমই ভিড় হয় ৷ কিন্তু শুক্রবার হুড়মুড়িয়ে ঢুকতে থাকেন গ্রাহকরা ৷ ২.৩০-৩.৩০-র মধ্যে ভিড় হয় মারাত্মক ৷ জানা গিয়েছে ১০০ টাকার যে ক্যাসেট রয়েছে, অর্থাৎ যেই ATM থেকে ১০০ টাকা বেরোনোর কথা, সেই মেশিনে ভুল করে ঢুকিয়ে দেওয়া হয়েছিল ৫০০ টাকার নোট ৷ তাই এই অবস্থা ৷ তবে এই গাফিলতির খেশারত কে দেবে, তা জানা নেই ৷ Photo Collected
বাংলা খবর/ছবি/দেশ/
চাইছেন ১০০-শো বেরোচ্ছে ৫০০-শোর নোট ! ATM বিভ্রাটে মুনাফায় গ্রাহকরা
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল