Coronavirus: আবার সেই চিন... ফিরছে করোনাভাইরাস, হুড়মুড়িয়ে বাড়ছে আতঙ্ক! নয়া ঢেউয়ের সতর্কবার্তা
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
তারপর ধীরে ধীরে বিদায় নিয়েছে করোনা। মৃত্যুমিছিল পেরিয়ে ক্রমে স্বাভাবিক জীবনে ফিরেছে মানুষ। সময় লেগেছে, তবু মহামারিকালের আতঙ্ক আস্তে আস্তে বিদায় নিয়েছে।
advertisement
1/5

সাল ২০২০। গোটা বিশ্বজুড়ে তখন ছড়িয়ে পড়ছে করোনা আতঙ্ক। মৃত্যুভয় গ্রাস করছে গোটা পৃথিবীকে। একের পর এক মৃত্যুর খবর। হাসপাতালে স্থান সঙ্কুলান। স্কুল-কলেজ-অফিস-কাছারি সবই বন্ধ। বিপর্যস্ত জনজীবন। একের পর এক ঢেউ গ্রাস করেছে দেশকে।
advertisement
2/5
তারপর ধীরে ধীরে বিদায় নিয়েছে করোনা। মৃত্যুমিছিল পেরিয়ে ক্রমে স্বাভাবিক জীবনে ফিরেছে মানুষ। সময় লেগেছে, তবু মহামারিকালের আতঙ্ক আস্তে আস্তে বিদায় নিয়েছে।
advertisement
3/5
কিন্তু পাঁচ বছর পরে আবার ফিরছে কোভিড। আবারও করোনা ধীরে ধীরে বিশ্বজুড়ে ছড়াতে চলেছে। হংকং, সিঙ্গাপুর- এর একের পর এক ঘটনা স্বাস্থ্য আধিকারিকগের চিন্তিত করে তুলেছে।
advertisement
4/5
চলতি বছরের মধ্যে মে-র শুরুতেই আক্রান্তের হার বেশি সেখানে প্রথম সপ্তাহে করোনা আক্রান্তের সংখ্যা ৩১। মৃত্যুও হয়েছে। ঘনবসতিপূর্ণ অঞ্চলগুলিকে ছড়িয়েছে সংক্রমণ। মে মাসের প্রথম সপ্তাহেই তার আগের সপ্তাহের তুলনায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ২৮ শতাংশ।
advertisement
5/5
সেই ভয়াবহ মাস্ক-স্যানিটাইজারের দিন আর যেন ফিরে না আসে, এটাই এখন দেশবাসীর প্রার্থনা। তবে এখনই ভয়ের কোনও কথা বলেননি স্বাস্থ্য-অধিকর্তা।