জম্মু ও কাশ্মীর থেকে বাতিল ৩৭০ ধারা ও ৩৫এ, এই পরিবর্তনগুলি আসতে চলেছে উপত্যকায়
Last Updated:
বহু আলোচিত এই বিশেষ মর্যাদা রদ হওয়ায় কী প্রভাব পড়বে উপত্যকায়? এখানকার মানুষের জীবনযাপনে? জাতীয় ক্ষেত্রেই বা এর গুরুত্ব কতটা?
advertisement
1/10

প্রস্তাব দিয়েছিলেন মহারাজা হরি সিংয়ের দেওয়ান গোপালস্বামী আইয়ার। জওহরলাল নেহেরু সম্মতি দেন। তবে একইসঙ্গে জানান, ২ থেকে ৬ মাসের জন্য উপত্যকায় তা চালু করা যেতে পারে। তারপর প্রায় ৫৫ বছরের বিতর্ক আর চাপানউতোর। জাতীয় স্তরে জম্মু-কাশ্মীরের প্রসঙ্গ উঠলেই চলে আসে ৩৭০ ধারা। সোমবার বিজেপি সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে বদলে গেল জম্মু ও কাশ্মীর রাজ্যের ইতিহাস ৷ ৬৯ বছর পর রদ ৩৭০ ধারা এবং ৩৫এ ৷ বিশেষ রাজ্যের মর্যাদা হারাল জম্মু ও কাশ্মীর ৷ একইসঙ্গে কাশ্মীর থেকে ভেঙে আলাদা করে দেওয়া হল লাদাখকে। দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে জম্মু- কাশ্মীর ও লাদাখ। Photo Courtesy Akash Misra
advertisement
2/10
বহু আলোচিত এই বিশেষ মর্যাদা রদ হওয়ায় কী প্রভাব পড়বে উপত্যকায়? এখানকার মানুষের জীবনযাপনে? জাতীয় ক্ষেত্রেই বা এর গুরুত্ব কতটা?
advertisement
3/10
সংসদের মাধ্যমে দেশে যে আইন কার্যকর হচ্ছে, তা জম্মু ও কাশ্মীরের ক্ষেত্রে বাধ্যতামূলক নয়। যে কোনও আইন এখানে কার্যকর হবে কিনা, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার জম্মু ও কাশ্মীর বিধানসভার। এই ধারা উঠলে গোটা দেশের মতো এখানেও আইন কার্যকর হবে ৷ Photo Courtesy Akash Misra
advertisement
4/10
বাতিল হবে দ্বৈত নাগরিকত্ব ৷ এবার সব কাশ্মীরের নাগরিক শুধুমাত্র ভারতের নাগরিক হিসেবেই পরিচিত হবেন ৷ কাশ্মীরের জন্য কোনও আলাদা নাগরিকত্ব আর থাকবে না ৷ কারা রাজ্যের নাগরিক হওয়ার অধিকারী, তা স্থির করার একমাত্র অধিকারী বিধানসভা ও সংশ্লিষ্ট প্রশাসন। অর্থাৎ রাজ্যের নাগরিকত্ব নিয়ে কোনও আদালতে চ্যালেঞ্জ বা মামলা করার সুযোগ ছিল না। এবার রাজ্যের বাসিন্দা হওয়ার দাবি জানানো যাবে৷ Photo Courtesy Akash Misra
advertisement
5/10
রাজ্যের স্থায়ী বাসিন্দা ছাড়া অন্য কেউ জমি বা সম্পত্তি কিনতে পারতেন না । এই নিয়মের জন্য রাজ্যে লগ্নি করতেন না বিনিয়োগকারীরা। Photo Courtesy Akash Misra
advertisement
6/10
দেশের সেরা পেশাদার ও বিশেষজ্ঞরাও জম্মু ও কাশ্মীরে কাজ করতে আগ্রহ দেখাতেন না ৷ উপত্যকায় বেসরকারি হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রের সংখ্যা হাতে গোণা। বেসরকারি শিক্ষাকেন্দ্রের সংখ্যাও অনেক কম। ৩৭০ ধারা ওঠায় স্বাস্থ্য ও শিক্ষা পরিষেবা উন্নত হওয়ার সম্ভাবনা Photo Courtesy Akash Misra
advertisement
7/10
বিশেষ মর্যাদা লিঙ্গবৈষম্য তৈরি করে বলে মত বিশেষজ্ঞদের একাংশের। কারণ এখানে পুরুষদের জন্য কিছু অধিকার দেওয়া হয়েছে ৷ Photo Courtesy Akash Misra
advertisement
8/10
ব্যাঙ্ক ও আর্থিক লেনদেন ছাড় পেতেন উপত্যকাবাসী। এইভাবে উপত্যকায় সন্ত্রাসে টাকা যোগানো হত বলে অভিযোগ।
advertisement
9/10
অন্যদিকে ৩৭০ নম্বর ধারা ওঠার পর বেশ কিছু নতুন চ্যালেঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা। বিশেষত সাধারণ মানুষ যে সুযোগ-সুবিধা ভোগ করেন, তাতে অনেকটাই কোপ পড়তে পারে। কম দামে খাদ্যশস্য, আয়কর ছাড় ও চিকিৎসা ও পরিবহণের সুযোগ হারাবেন উপত্যকার মানুষ ৷ প্রতিযোগিতার মুখে জীবিকা ও ব্যবসায় সুযোগ হারানোর আশঙ্কাও থাকছে ৷ উপত্যকায় অপরাধপ্রবণতা বাড়তে পারে। জম্মু ও কাশ্মীরে অপরাধের হার অনেক কম ৷
advertisement
10/10
একইসঙ্গে ৩৭০ ধারা ওঠায় বড়সড় পরিবর্তন আসতে চলেছে উপত্যকার রাজনীতিতে। এতদিন এই ধারাকে সামনে রেখেই রাজনীতিতে ফয়দা তুলত পিডিপি ও ন্যাশনাল কনফারেন্সের মতো দলগুলো। ৩৭০ ধারা ওঠায় এবার উপত্যকাবাসীর পাশাপাশি নতুন পরিস্থিতির মোকাবিলা করতে হবে মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাদের।