Guillain Barre Syndrome: ফের গুলেইন বারির থাবা বাংলায়! আরজি করে মৃত্যু তরুণের, গুলেন বারি থেকে বদলে গেল সারা শরীর
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:AVIJIT CHANDA
Last Updated:
Guillain Barre Syndrome: ফের গুলেইন বারি সিন্ড্রোমে মৃত্যু কলকাতায়। শনিবার আরজি কর হাসপাতালে গুলেইন বারি সিনড্রোমে আক্রান্ত হয়ে মৃত্যু হল শহরে।
advertisement
1/5

ফের গুলেইন বারি সিন্ড্রোমে মৃত্যু কলকাতায়। শনিবার আরজি কর হাসপাতালে গুলেইন বারি সিনড্রোমে আক্রান্ত হয়ে মৃত্যু হল শহরে।
advertisement
2/5
হাসপাতাল সূত্রে খবর, মৃতের নাম খইরুল শেখ, তরুণের বয়স ২২ বছর। তিনি মুর্শিদাবাদ জেলার সুতির ফতুল্লাপুর এলাকার বাসিন্দা।
advertisement
3/5
আর জি কর হাসপাতালে চিকিৎসা চলছিল আক্রান্ত যুবকের। গুলেইন বারি সিনড্রোমে আক্রান্ত হওয়ার পর হৃদরোগে আক্রান্ত হয় যুবক, তাতেই মৃত্যু হয়।
advertisement
4/5
গত ১৫ ফেব্রুয়ারি গুলেইন বারির উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ওই যুবক তারপরে শনিবার মৃত্যু হয় যুবকের।
advertisement
5/5
এর আগে ৩০ জানুয়ারি এই রোগে আক্রান্ত হয়ে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় হুগলির বাসিন্দার। এরপর আবার মৃত্যু ঘটল শহরে।