Radhika Merchant Personal Professional Life: অর্থনীতিতে স্নাতক রাধিকা সফল ব্যবসায়ী! কোথায় পড়াশোনা, কর্মজীবন, ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি
- Published by:Shubhagata Dey
- trending desk
- Reported by:Trending Desk
Last Updated:
Radhika Merchant Personal Professional Life: এনকোর হেলথকেয়ার প্রাইভেট লিমিটেডের সিইও বীরেন মার্চেন্ট ও উদ্যোক্তা শায়লা মার্চেন্টের ছোট মেয়ে রাধিকা। তিনি নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে পলিটিকাল ও অর্থনীতিতে স্নাতক। এনকোর হেলথকেয়ার প্রাইভেট লিমিটেডের পরিচালকও।
advertisement
1/8

*এই মুহূর্তে যাঁকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে তিনি রাধিকা মার্চেন্ট। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি ও সমাজসেবী নীতা আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানির হবু স্ত্রী। প্রাক বিবাহ অনুষ্ঠান থেকেই রাধিকার জমকালো ও ঐতিহ্যবাহী সাজ এবং ঝকঝকে হাসি নজর কেড়েছে সবার। সংগৃহীত ছবি।
advertisement
2/8
*কে এই রাধিকা মার্চেন্ট? এনকোর হেলথকেয়ার প্রাইভেট লিমিটেডের সিইও বীরেন মার্চেন্ট ও উদ্যোক্তা শায়লা মার্চেন্টের ছোট মেয়ে রাধিকা। তিনি নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে পলিটিকাল ও অর্থনীতিতে স্নাতক। এনকোর হেলথকেয়ার প্রাইভেট লিমিটেডের পরিচালকও। সংগৃহীত ছবি।
advertisement
3/8
*তবে ব্যবসা রাধিকার একমাত্র পরিচয় নয়। তিনি প্রশিক্ষিত ভরতনাট্যম নৃত্যশিল্পী। মুম্বইয়ের শ্রী নিভা আর্টস নৃত্য অ্যাকাডেমির গুরু ভবন ঠাকরের কাছে ভরতনাট্যম শিখেছেন। সংগৃহীত ছবি।
advertisement
4/8
*২০২২ সালে প্রথমবার মঞ্চে পা রাখেন। দর্শকাসনে তাঁর ‘আরঙ্গেত্রম’ অনুষ্ঠান উপভোগ করেন আম্বানি ও মার্চেন্ট পরিবার। ব্যবসা, শিল্প ও বিনোদন জগতের বন্ধুদের সঙ্গে গাঁটছড়া বাঁধা হয় দুই পরিবারের। সংগৃহীত ছবি।
advertisement
5/8
*নীতা আম্বানিও ভরতনাট্যমে পারদর্শী। সেই দিক থেকে রাধিকা আম্বানি পরিবারের দ্বিতীয় বধূ যিনি এই নৃত্যগুণ রপ্ত করেছেন। জাতীয় ও আন্তর্জাতিক স্তরের সমস্ত দায় দায়িত্ব সামলেও তিনি ভরতনাট্যম চালিয়ে যাচ্ছেন। সংগৃহীত ছবি।
advertisement
6/8
*২০২৩ সালের জানুয়ারিতে মুম্বইয়ের আম্বানিদের বাসভবন অ্যান্টিলিয়াতে এক ঐতিহ্যবাহী অনুষ্ঠানে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বাগদান হয়। জমকালো প্রাক বিবাহ অনুষ্ঠানের পর ১২ জুলাই গাঁটছড়া বাঁধছেন তাঁরা। বিয়েতে দেশের নামী ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন যাঁরা বিশ্ব মঞ্চে ভারতের ক্রমবর্ধমান মর্যাদার প্রতীক হতে চলেছেন। সংগৃহীত ছবি।
advertisement
7/8
*রাজনৈতিক ক্ষেত্রের বর্তমান ও প্রাক্তন রাজনৈতিক নেতাদের পাশাপাশি উপস্থিত থাকতে চলেছেন দেশের নামীদামী ব্যবসায়ীরা। এই বিবাহ অনুষ্ঠান বিশ্বে ভারতের ক্রমবর্ধমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব তুলে ধরবে বলে অনুমান করা হচ্ছে। সংগৃহীত ছবি।
advertisement
8/8
*আন্তর্জাতিক বিনিয়োগকারীদের উপস্থিতি ভারতের ভবিষ্যতের প্রতি বিশ্ববাসীর আস্থার প্রতিফলন দেখা যাবে। পাশাপাশি বিবাহ অনুষ্ঠানে বিখ্যাত শিক্ষাবিদ, উদ্ভাবক ও চিকিৎসকরাও উপস্থিত থাকবেন, যা বছরের পর বছর ধরে রিলায়েন্স ও আম্বানিদের শক্তিশালী বুদ্ধিবৃত্তিক ও বিজ্ঞান ভিত্তিক সম্পর্কগুলো বিশ্ববাসীর সামনে তুলে ধরবে। সংগৃহীত ছবি।