TRENDING:

Anant Ambani-Radhika Merchant Pre-Wedding: অনন্ত-রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানের খণ্ড মুহূর্ত, দেখে নিন আনন্দ উচ্ছ্বাসের রঙিন ছবি

Last Updated:
Anant Ambani-Radhika Merchant Wedding: খণ্ড খণ্ড মুহূর্ত। আনন্দ উচ্ছ্বাসের রঙিন ছবি। তারকা অতিথিদের সমাগম থেকে মুকেশ আম্বানি-নীতা আম্বানির হাসি। কখনও আবেগে চোখে জল।
advertisement
1/26
অনন্ত-রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানের মুহূর্ত, দেখে নিন আনন্দ উচ্ছ্বাসের রঙিন ছবি
খণ্ড খণ্ড মুহূর্ত। আনন্দ উচ্ছ্বাসের রঙিন ছবি। তারকা অতিথিদের সমাগম থেকে মুকেশ আম্বানি-নীতা আম্বানির হাসি। কখনও আবেগে চোখে জল। অনন্ত-রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানের কোলাজ ধরা পড়ল সেই সব ছবিতে। সেগুলোই সাজিয়ে দেওয়া হল এই প্রতিবেদনে।
advertisement
2/26
চাঁদের হাসি বাঁধ ভেঙেছে…। অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের ‘হস্তাক্ষর’ অনুষ্ঠান। আলো, হাসি আর আবেগে মাখামাখি।
advertisement
3/26
এই পথ যেন…। শৈশবের বন্ধুত্ব বদলে গেল প্রেমে। রাধিকার হাত ধরে হাঁটছেন অনন্ত আম্বানি। একসঙ্গে জীবনের পথ চলা শুরু।
advertisement
4/26
উপচে পড়া প্রেম…। প্রাক বিবাহ অনুষ্ঠানের তৃতীয় দিনে রণবীর এবং আলিয়া ভাট। জমকালো সাজে চোখ ফেরানো দায়।
advertisement
5/26
এ মধুরাত…। শাহরুখ খান, গৌরী খান এবং আব্রাম। যেন বরযাত্রী। এমন ফ্যামিলি ফ্রেম কমই দেখা যায়।
advertisement
6/26
প্রাক বিবাহ অনুষ্ঠানের তৃতীয় দিনে শাহরুখ কন্যা সুহানা খান। ক্রিম শাড়িতে রানির থেকে কোনও অংশে কম নন।
advertisement
7/26
পুরুষালি…। আদিত্য রায় কাপুরের এই ছবি এক কথায় এটাই। পোশাক থেকে হাসি, ঝরে পড়ছে আত্মবিশ্বাস।
advertisement
8/26
চাঁদ নেমে এসেছে ধরাতলে…। আদিত্য কাপুরের সঙ্গে না কি প্রেম করছেন অনন্যা পান্ডে। এমনই গুজব। তবে লাল লেহঙ্গায় অনন্যার সাজ যে কোনও পুরুষের হৃদয়ে আগুন ধরাতে বাধ্য।
advertisement
9/26
অনন্যার বেস্টি শানায়া কাপুরও কম যান না। অনন্ত-রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানে ধরা দিলেন লাল শাড়িতে মোহময়ী রূপে।
advertisement
10/26
রাজার বেশ…। সইফ আলি খান, করিনা কাপুর এবং তৈমুর। পিতা-পুত্রের ম্যাচিং পোশাক। একেবারে রাজ পরিবার।
advertisement
11/26
ভাইজান…। কালো এমব্রয়ডারি করা স্যুট। কালো জামা। সলমন খান সব সময়ই দাবাং।
advertisement
12/26
ক্রিকেটের ঈশ্বর যখন রোম্যান্টিক…। শেরওয়ানি-কুর্তায় সচিন এবং অঞ্জলি। দোলনায় বসে পোজ দিচ্ছেন।
advertisement
13/26
ভারতীয় পরম্পরা…। অফ হোয়াইট পাজামা-পঞ্জাবিতে ধোনি। কাঁধে শাল। কমলা চুড়িদারে সাক্ষী। একেবারে ভারতীয় পরম্পরায় সেজেছেন যুগলে।
advertisement
14/26
পরিবার…। শ্বশুর বীরেন মার্চেন্ট এবং শাশুড়ি শৈলা মার্চেন্টের সঙ্গে অনন্ত আম্বানি।
advertisement
15/26
কনের সাজে…। হবু বধূ রাধিকা মার্চেন্ট। জমকালো পোশাক। মুখে হাজার ওয়াটের চওড়া হাসি।
advertisement
16/26
ইশা এবং শ্লোকা মেহতার সঙ্গে ইভেন্ট স্পটের দিকে হেঁটে যাচ্ছেন অনন্ত আম্বানি।
advertisement
17/26
ভারতীয় পোশাকে ইভাঙ্কা ট্রাম্প এবং তাঁর পরিবার।
advertisement
18/26
টেক জায়ান্ট বিল গেটস এবং তাঁর বান্ধবী পলা হার্ড। তিন দিনের প্রাক বিবাহ অনুষ্ঠানে ভারতীয় পোশাকেই দেখা গিয়েছে এই জুটিকে।
advertisement
19/26
তালাইভা…। স্ত্রী ও মেয়ের সঙ্গে রজনীকান্ত। অনুষ্ঠানের চমক এক ধাক্কায় বেড়ে গিয়েছে অনেকটা।
advertisement
20/26
ধক ধক গার্ল…। স্বামী শ্রীরাম নেনের সঙ্গে মাধুরী দীক্ষিত।
advertisement
21/26
চিরতরুণ…। স্ত্রী সুনীতার সঙ্গে প্রাক বিবাহ অনুষ্ঠানে হাজির অনিল আম্বানি।
advertisement
22/26
লাদাখের ঐতিহ্যবাহী পোশাকে সোনম কাপুর।
advertisement
23/26
বনি কাপুর সবসময়ই ফ্যাশনিস্তা। প্রাক বিবাহ অনুষ্ঠানে পরেছিলেন কালো পাঞ্জাবি। চোখে সানগ্লাস।
advertisement
24/26
অনন্ত-রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানের শুভ মুহূর্তে সদগুরুর ঐশ্বরিক উপস্থিতি।
advertisement
25/26
ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক এবং রানি জেটসুন পেমা। প্রাক বিবাহ অনুষ্ঠানের উল্লেখযোগ্য আমন্ত্রিতদের মধ্যে অন্যতম।
advertisement
26/26
‘জওয়ান; পরিচালক অ্যাটলি এবং তাঁর স্ত্রী কৃষ্ণপ্রিয়া। প্রাক বিবাহ অনুষ্ঠানের তৃতীয় দিনে উপস্থিত ছিলেন তাঁরাও।
বাংলা খবর/ছবি/দেশ/
Anant Ambani-Radhika Merchant Pre-Wedding: অনন্ত-রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানের খণ্ড মুহূর্ত, দেখে নিন আনন্দ উচ্ছ্বাসের রঙিন ছবি
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল