TRENDING:

Anant Ambani, Radhika Merchant Pre-Wedding: অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ উৎসবে তারকাদের ঢল, সপরিবার পৌঁছলেন শাহরুখ খান!

Last Updated:
অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ উৎসবে সামিল হতে একে একে তারকাদের আগমণ শুরু হয়েছে। এবার সপরিবার পৌঁছলেন কিং খান।
advertisement
1/7
অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ উৎসবে তারকাদের ঢল, সপরিবার পৌঁছলেন শাহরুখ খান!
অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ উৎসবে সামিল হতে একে একে তারকাদের আগমণ শুরু হয়েছে। এবার সপরিবার পৌঁছলেন কিং খান।
advertisement
2/7
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি এবং শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্ট ১ থেকে ৩ মার্চ তাদের প্রাক-বিবাহ উৎসবের আয়োজনে মাতবেন আমন্ত্রিত অতিথিরা এবং আম্বানি পরিবারের সদ‍স‍্যরা।
advertisement
3/7
ইতিমধ‍্যেই দেশের এবং বিদেশের একাধিক খ‍্যাতনামা তারকা পৌঁছে গিয়েছেন গুজরাতের জামনগরে। এবার সেখানে তিন সন্তানকে নিয়ে পৌঁছলেন শাহরুখ খান এবং তাঁর স্ত্রী গৌরি খান।
advertisement
4/7
আরিয়ান খান, গৌরি খান, অ‍্যাব্রাম খানকে দেখা গেল একটি গাড়িতে। অপর একটি গাড়িতে বসে রয়েছেন বাবা মেয়ে, অর্থাত্‍ শাহরুখ এবং সুহানা খান।
advertisement
5/7
শাহরুখের মতো দেশের খ‍্যাতনামা তারকা এবং তারকা পরিবারে পাশাপাশি জামনগরে পৌঁছে গিয়েছেন আন্তর্জাতিক খ‍্যাতিসম্পন্ন তারাকারাও।
advertisement
6/7
অনন্ত-রাধিকার আনন্দে সামিল হতে ইতিমধ্যেই জামনগরে পা দিয়েছেন আমেরিকান গায়ক জে ব্রাউন এবং জনপ্রিয় র‍্যাপার নিকি মিনাজের মিউজিক্যাল ডিরেক্টর অ্যাডাম ব্ল্যাকস্টোন।
advertisement
7/7
পাপারাৎজিদের ক্যামেরাবন্দি ছবি এবং ভিডিও-য় দেখা যায় যে, সাদা রঙের হুডি এবং বেইজ কার্গোতে কুল এবং ক্যাজুয়াল অবতারে বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন মার্কিন গায়ক জে ব্রাউন। আর অন্য দিকে, ব্ল্যাকস্টোন বেছে নিয়েছিলেন অল-ব্ল্যাক লুক।
বাংলা খবর/ছবি/দেশ/
Anant Ambani, Radhika Merchant Pre-Wedding: অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ উৎসবে তারকাদের ঢল, সপরিবার পৌঁছলেন শাহরুখ খান!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল