Anant Ambani Radhika Merchant engagement: গণেশ পুজো, শ্রেয়া ঘোষালের গান, আর কী চমক থাকছে অনন্ত-রাধিকার এনগেজমেন্টে
- Published by:Teesta Barman
Last Updated:
Anant Ambani Radhika Merchant engagement: সকলের উপস্থিতিতে অ্যান্টিলিয়াতে একে অপরের আঙুলে আংটি পরিয়ে বাগদান সারবেন অনন্ত এবং রাধিকা। আংটি বদল করে দুই পরিবারের পাঁচ সধবা মহিলার থেকে আশীর্বাদ গ্রহণ করবেন যুগল।
advertisement
1/9

আর মাত্র ঘণ্টাখানেক। তার পরেই শুরু হবে মহা অনুষ্ঠান। বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৫টা থেকে অ্যান্টিলিয়াতে শুরু হচ্ছে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বাগদানের অনুষ্ঠান। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ এবং নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত এবং এনকোর হেলথকেয়ার-এর সিইও বীরেন মার্চেন্ট এবং শৈলা মার্চেন্টের কন্যা রাধিকার শুভ দিনে বিবিধ অনুষ্ঠান হতে চলেছে।
advertisement
2/9
সারা দিনের অনুষ্ঠানকে দু’টি ভাগে ভাগ করা হয়েছে। সন্ধ্যা সাড়ে ৫টায় রাধিকা অনুষ্ঠানের আসরে প্রবেশ করবেন। বেলুন শোয়ের পর দুই পরিবারের সদস্যরা মিলে ছবি তুলবেন।
advertisement
3/9
মুকেশ এবং নীতা আম্বানি রাধিকাকে তাঁদের পরিবারে স্বাগত জানাবেন। বাগদানের আগে মন্দিরে পুজো করা হবে। তার পরে অনন্ত আর রাধিকা তাঁদের পরিবারের সঙ্গে বিষ্ণু গার্ডেনের দিকে এগিয়ে যাবেন।
advertisement
4/9
এর পরেই গণেশ পুজোর মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হবে। তার পরেই শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। শুরু থেকে এই পর্ব পর্যন্ত অনুষ্ঠান চলবে প্রায় এক ঘণ্টা পর্যন্ত।
advertisement
5/9
এবার অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। অতিথি বরণের পালা। একে একে বল রুমে প্রবেশ করবেন নিমন্ত্রিতরা। সঙ্গে থাকবেন আম্বানি এবং মার্চেন্ট পরিবারের বাকি সদস্যরাও। এর পরেই চলবে মিট অ্যান্ড গ্রিট পর্ব।
advertisement
6/9
advertisement
7/9
পরিবারের সকলে মিলে এই শুভ দিনে নাচ, গান করে মাতিয়ে তুলবেন মঞ্চ। তৈরি হবে কত কত স্মৃতি। তবে পরিবারের সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষে জনপ্রিয় সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল গান গাইবেন অনন্ত-রাধিকার জন্য। দ্বিতীয় পর্বের অনুষ্ঠান সারা হবে ৯০ মিনিটে।
advertisement
8/9
দিন দু’য়েক আগেই হবু কনে রাধিকা মার্চেন্টের বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। গোলাপি লহেঙ্গার উপর রংবেরঙের কাজ আর ম্যাচিং গয়নায় রাধিকার দিক থেকে চোখ ফেরানোই দায়। চোখ এড়ায়নি হবু কনের মিষ্টি হাসি এবং আনন্দের আভা।
advertisement
9/9
বাগদান উপলক্ষে মঙ্গলবার ছিল রাধিকার মেহেন্দি অনুষ্ঠান। ওই দিন তিনি পরেছিলেন ফ্যাশন ডিজাইনার আবু জানি এবং সন্দীপ খোসলার ডিজাইন করা ওই সুন্দর লহেঙ্গাটি।