Anant Ambani Radhika Merchant Engagement: আম্বানি পরিবারে একই সপ্তাহে আরও এক Good News! এবার 'সুখবর' Anant Ambani-র! চোখ রাখুন ছবিতে...
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Anant Ambani Radhika Merchant Engagement: মুকেশ আম্বানির পরিবারে এল ফের উৎসবের আবহ। এবার সুখবর ছোট ছেলে অনন্ত আম্বানির। রাধিকা মার্চেন্টের সঙ্গে বাগদান সারলেন অনন্ত আম্বানি।
advertisement
1/10

মুকেশ আম্বানির পরিবারে এল ফের উৎসবের আবহ। এবার সুখবর ছোট ছেলে অনন্ত আম্বানির। রাধিকা মার্চেন্টের সঙ্গে বাগদান সারলেন অনন্ত আম্বানি।
advertisement
2/10
দেশের শীর্ষ ব্যবসায়ী মুকেশ আম্বানি ও স্ত্রী নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বাগদান হয়েছে আজ।
advertisement
3/10
অনন্ত আম্বানি রাধিকা মার্চেন্টের সঙ্গে সম্পর্কে বাঁধা পড়লেন। তবে তাঁদের বিয়ের তারিখ নিয়ে এখনও কোনও খবর পাওয়া যায়নি।
advertisement
4/10
অনন্ত ও রাধিকাকে অনেকদিন ধরেই একসঙ্গে দেখা যাচ্ছে। রাধিকা আম্বানিকে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে বেশ কয়েকটি পারিবারিক অনুষ্ঠানে দেখা গিয়েছে ইতিমধ্যে।
advertisement
5/10
রাজস্থানের নাথদ্বারার শ্রীনাথজি মন্দিরে বাগদান অনুষ্ঠান হয়।
advertisement
6/10
রাধিকা শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে। অনন্ত এবং রাধিকা একে অপরকে কয়েক বছর ধরে চেনেন। অনন্ত আমেরিকার ব্রাউন ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করেছেন।
advertisement
7/10
শায়লা ও বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেছেন। তিনি এনকোর হেলথকেয়ার বোর্ডে একজন পরিচালক হিসাবেও কাজ করেন।
advertisement
8/10
সবমিলিয়ে উৎসবের আমেজে ভাসছে আম্বানি পরিবার। দুই যমজ শিশুর আগমনের পর আম্বানি পরিবারে এবার পা রাখতে চলেছেন আরও এক পুত্রবধূ।
advertisement
9/10
সূত্রের খবর শিগগিরই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি।
advertisement
10/10
দুজনের সুখী দাম্পত্যের জন্য শ্রীনাথজি মন্দিরে আত্মীয় ও বন্ধুরা প্রার্থনা করেন। ওই মন্দিরে ঐতিহ্যবাহী রাজ-ভোগ-শৃঙ্গার অনুষ্ঠানে অংশ নেন দুই পরিবারের সকল সদস্য।