মোবাইল ফোনের টাওয়ারে উঠে মদ্যপ স্বামীর হুমকি স্ত্রীকে ! ঝাঁপ দিয়ে মরে যাব
Last Updated:
advertisement
1/7

এ যেন জনপ্রিয় ছায়াছবি শোলের দৃশ্য, ছবিতে বীরু জলের ট্যাঙ্কের উপরে উঠে বাসন্তিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ৷ ঠিক এই রকমের ঘটনাই প্রকাশ্যে এসেছে উত্তরপ্রদেশে ৷ এক্কেবার চোখ ধাঁধানো দৃশ্য ৷ স্ত্রীর সঙ্গে মনমালিন্যে মদ্যপ অবস্থায় এক ব্যক্তি জর্জরিত মোবাইল ফোনের টাওয়ারে উঠে অকাতরে বলতে শুরু করেছেন ঝাঁপ দিয়ে মরে যাব ৷ তাঁর নাম আরিফ ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
2/7
বারংবার বলতে শুরু করেছেন আমি আর বাঁচবনা এই বলেই লোহার রডে মাথা ঠুকতে শুরু করেন ৷ একটু পরে ক্লান্ত হয়ে গিয়ে কিছুটা বিশ্রামে তিনি ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
3/7
এতক্ষণ পর্যন্ত সবই ঠিক ছিল মামলা ততক্ষণই ৷ পরিস্থিতি অন্যদিকে ঘুরতে শুরু করে যখন তিনি শরীরের কটি করে কাপড় খুলে শরীরকে অনাবৃত করতে শুরু করেছেন ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
4/7
পরিস্থিতি অন্যদিকে ঘুরতে ঘুরতেই পুলিশকে খবর দেওয়া হয়েছে ৷ পুলিশ ওই ব্যক্তির স্ত্রীকেও ফোন করেছেন ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
5/7
খবর পেয়ে স্ত্রীও ঘটনাস্থলে পৌঁছেছেন ৷ তবে কেউই মূর্তিমানকে বাগে আনতে পারেননি ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
6/7
১ ঘণ্টা দরে টানাপোড়েন চলার পরেই, পর্বত মহম্মদের কাছে না আসাতেই মহম্মদ গিয়েছিল পর্বতের কাছে অর্থাৎ আরিফ নীচে নামলেন না, নীচের লোকেরাই অর্থাৎ পুলিশ আরিফকে উদ্ধার করতে উপরে উঠিছিল ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/7
মাথায় আঘাত লাগতেই প্রবল রক্তক্ষরণ হয়েছিল ৷ পরে তাঁকে স্থানীয় হাস্পাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য ৷ ছবি সংগৃহীত ৷