Sweets: পাকিস্তানের 'চিহ্ন'টুকুও মুছে গেল ভারতীয় মিষ্টি থেকে, মাইসোর-পাক বলে আর কোনও মিষ্টিই থাকবে না দোকানে! তাহলে কী হবে?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
জয়পুর শহর বলতে প্রথমেই মাথায় আসে বিভিন্ন রঙ আর নানান স্বাদের মিষ্টি আর রকমারি খানাপিনা।
advertisement
1/5

জয়পুর শহর বলতে প্রথমেই মাথায় আসে বিভিন্ন রঙ আর নানান স্বাদের মিষ্টি আর রকমারি খানাপিনা।
advertisement
2/5
আর এই শহরের অন্যতম আকর্ষণ হল মিষ্টি। কিন্তু, সেখানেও আঁচ পড়েছে ভারত-পাক সংঘাতের। এই আবহেই এবার রাজস্থানের ওই শহরের অন্যতম প্রসিদ্ধ মিষ্টির দোকান তেওহার সুইটস তাঁদের মিষ্টির নামের সঙ্গে জুড়ে থাকা 'পাক' শব্দ সরিয়ে নিল।
advertisement
3/5
এরপরেই তিনি জানান, তাঁর দোকানের মোতি পাক, গোণ্ড পাক, আম পাক, মাইসোর পাক প্রতিটির থেকে 'পাক' শব্দ ঝেড়ে ফেলে শ্রী শব্দ যোগ করা হয়েছে।
advertisement
4/5
একই সঙ্গে স্বর্ণ ভস্ম পাক এবং চাঁদি ভস্ম পাক বদলে শ্রী রাখা হয়েছে।
advertisement
5/5
এই প্রসঙ্গে অঞ্জলি আরও জানিয়েছেন, মিষ্টিতে 'পাক' শব্দ থাকার ফলে অনেকেই আপত্তি জানিয়েছিলেন। তারপরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।