TRENDING:

চিনকে জবাব দিতে পাহাড় থেকে সাগর, সামরিক শক্তি বাড়াচ্ছে ভারত

Last Updated:
এবার সমুদ্রে বেজিংকে টেক্কা দিতে স্ট্যাটেজি তৈরি করছে নয়াদিল্লি।
advertisement
1/6
চিনকে জবাব দিতে পাহাড় থেকে সাগর, সামরিক শক্তি বাড়াচ্ছে ভারত
পাহাড়ের পর এবার সাগর। বঙ্গোপসাগরে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে সামরিক শক্তি বাড়াচ্ছে ভারতীয় সেনা। তৈরি ১০ বছরের মাস্টার প্ল্যান। এদিকে, দক্ষিণ চিন সাগরে বেজিংয়ের রক্তচাপ বাড়াচ্ছে আমেরিকা।
advertisement
2/6
পাহাড় থেকে সাগর, তৈরি INDIAN ARMY ৷ লাদাখে লাল সেনার সামনে ভারতীয় সেনার সিংহের গর্জন। এবার সমুদ্রে বেজিংকে টেক্কা দিতে স্ট্যাটেজি তৈরি করছে নয়াদিল্লি। বঙ্গোপসাগরে অবস্থানগত ভাবে গুরুত্বপূর্ণ আন্দামান-নিকোবরে সামরিক শক্তি বাড়াচ্ছে INDIAN ARMY।
advertisement
3/6
বৃহস্পতিবার লাদাখের যুদ্ধক্ষেত্রে প্রধানমন্ত্রী মোদির মাস্টার স্টোক। তিনি বলেন, বিস্তারবাদের যুগ শেষ। এটা বিকাশবাদের যুগ। বিস্তারবাদের পথে যখন কেউ হেঁটেছে তারা বিশ্ব শান্তির পক্ষে বিপদ হয়ে উঠেছে। ইতিহাস সাক্ষী, এরকম শক্তি মিটে গেছে। কিংবা নতজানু হতে বাধ্য হয়েছে ৷
advertisement
4/6
একদিকে আলোচনার টেবিলে চলছে সমস্যা সমাধানের চেষ্টা। অন্যদিকে সামরিক শক্তি গুছিয়ে রাখছে ভারত। আন্দামান-নিকোবরের কাছ দিয়েই জ্বালানির তেল আমাদানি করে চিন। এদিকে ভারতের প্রতিবেশী শ্রীলঙ্কা চিনের ঋণের বোঝায় বেসামাল ৷ তাই অবস্থানগত দিক থেকেই বঙ্গোপসাগরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ গুরুত্বর্ণ। সূত্রের খবর, ২০০১-এ তৈরি আন্দামান-নিকোবর কম্যান্ড প্রতিষ্ঠানের গুরুত্ব বাড়ছে। প্রতিরক্ষার পরিকাঠামো উন্নয়নে আগামী ১০ বছরের জন্য ৫,৬৫০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। আগামী বছরের মধ্যে দ্বীপপুঞ্জে স্থায়ী যুদ্ধবিমান ঘাঁটি তৈরির সিদ্ধান্ত। এছাড়াও, শিবপুরে নৌসেনার এয়ারস্টেশন INS কোহাসারের রানওয়ের দৈর্ঘ্যও বাড়ানো হচ্ছে বলে খবর।
advertisement
5/6
লাল সেনার ঘাম ছোটাতে তৈরি হচ্ছে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ। আগামী কয়েক বছরের মধ্যে সুখোই 30MKI, MI-17 V5 হেলিকপ্টার, ডোরনিয়ার 288 প্লেন সহ একাধিক যুদ্ধ বিমান স্থানীভাবে সেখানে রাখার ভাবনাও করছে প্রতিরক্ষা মন্ত্রক ৷ সুখোই 30MKI, MI-17 V5 হেলিকপ্টার, ডোরনিয়ার 288 প্লেন রাখার ভাবনা ৷
advertisement
6/6
এদিকে ভারত যখন ঘারে নিঃশ্বাস ফেলছে, তখন দক্ষিণ চিন সাগরে আমেরিকার সঙ্গে অশান্তিতে জড়িয়ে পড়েছে চিন। চিনের মহড়ার মাঝেই, বেজিংয়ের রক্তচাপ বাড়িয়ে শনিবার ওই সাগরে মহড়ার জন্য পাল্টা ২টি রণতরী পাঠিয়েছে আমেরিকা। পেন্টাগনের এই পদক্ষেপ নিয়ে সরব চিন। যদিও, বেজিংকে আমল দিতে নারাজ ট্রাম্প প্রশাসন। পাহাড়ে ভারত, সাগরে আমেরিকা। জোড়া ফলায় রক্তচাপ বাড়ছে চিনের।
বাংলা খবর/ছবি/দেশ/
চিনকে জবাব দিতে পাহাড় থেকে সাগর, সামরিক শক্তি বাড়াচ্ছে ভারত
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল