শত্রুপক্ষকে শক্তির বার্তা দিতে ভারতে রাফাল,আম্বালা বেসে নিশ্ছিদ্র নিরাপত্তা,করা যাবে না ‘এই’ কাজ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
নিজেদের শক্তি প্রদর্শনের জন্য দ্রুততার সঙ্গে রাফাল আসছে ভারতে
advertisement
1/5

ফ্রান্স থেকে ৭ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভারতে চলে আসছে পাঁচ পাঁচটি রাফাল যুদ্ধ বিমান(Rafale Fighter Jet)৷ ২৯ জুন ভারতীয় বায়ু সেনার (Indian Airforce) বিশাল সমরাস্ত্র ভান্ডারে এই যুদ্ধবিমানের সংযুক্তি তাকে আরও শক্তিশালী করে তুলবে ৷ এই ফাইটার জেটগুলিকে রাখা হবে আম্বালা এয়ারবেসে৷ রাফালে ভারতে আসার আগে আম্বালা এয়ারবেসের সুরক্ষা ব্যবস্থা চরম বাড়িয়ে দেওয়া হয়েছে৷ Photo- File
advertisement
2/5
বিশেষ এই জেটগুলি আসবে বলে আম্বালা এয়ারবেসের নিরাপত্তা যেরকম নিশ্ছিদ্র করা হয়েছে,ঠিক তেমনিই এই এয়ারবেসের ৩ কিলোমিটার অবধি এলাকাকে নো ড্রোন জোন ঘোষণা করা হয়েছে৷ অর্থাৎ এই এলাকায় আকাশপথে কোনওরকম নজরদারি চলবে না৷Photo- File
advertisement
3/5
এই এলাকায় আকাশপথে কোনও কিছু উড়ানে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ পাশাপাশি যদি কেউ এই নিয়ম ভাঙেন তাহলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে তাও সতর্কবার্তায় জারি করে দেওয়া হয়েছে৷ আসলে নিজেদের একেবারে সেরা মানের এই যুদ্ধবিমানের নিরাপত্তা নিশ্চিত করতে মরিয়া ভারত৷ Photo- File
advertisement
4/5
আম্বালা সেনা ছাউনির ডিএসপি রাম কুমার জানিছেন, রাফাল থাকার জন্য আম্বালা এয়ারবেসকে বাছা হওয়া তাঁদের জন্য দারুণ গর্বের বিষয়৷তিনি আরও জানিয়েছেন রাফাল যুদ্ধবিমানের সুরক্ষা নিশ্চিত করা তাঁদের বড় দায়িত্ব৷ রাফাল আম্বালা এয়ারবেসে রাখার পিছনে দেশের নিরাপত্তার বিষয়টিও অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে৷ আম্বালা থেকে চিন সীমান্ত মাত্র ৩০০ কিলোমিটার দূরে৷ এই মুহূর্তে চিনের সঙ্গে ভারতের সম্পর্ক খুব একটা স্বস্তিদায়ক জায়গায় নেই৷ তাই কোনও উত্তেজনাকর পরিস্থিত তৈরি হলে যাতে ভারতীয় সেনা নিজেদের সেরা যুদ্ধবিমানকে কাজে লাগাতে পারে তাই আম্বালা এয়ারবেসেই ঠাঁই পাচ্ছে রাফাল৷ Photo- File
advertisement
5/5
২০১৬ তে ফ্রান্সের সঙ্গে ভারতের ৩৬ টি রাফাল যুদ্ধবিমানের জন্য চুক্তি হয়েছিল৷ ২০২০ তে ভারত তৎপরতা বাড়ানোয় একেবারে ৫ টি যুদ্ধবিমান চলে আসছে ভারতে৷ ভারতীয় দূতাবাস জানিয়েছে নির্ধারিত সময়ের মধ্যেই ভারতকে ১০ টি যুদ্ধবিমান দিতে পারছে ফ্রান্স৷ এরমধ্যে ৫ টি এয়ারক্রাফট ট্রেনিংয়ের জন্য ফ্রান্সেই রাখা হচ্ছে৷ আর ভারতে পাঠানো হচ্ছে ৫ টি বিমান৷ ভারতীয় বায়ুসেনার পাইলট,গ্রাউন্ড স্টাফ, মেনটেনেন্সের ট্রেনিং ফ্রান্সেই হবে৷ যার জন্য ভারত থেকে যাওয়া পরের ব্যাচের স্টাফরা আগামী ১ মাস ফ্রান্সে ট্রেনিং নেবেন৷ ভারতে প্রাথমিকভাবে যে ৫ টি রাফাল আসছে তার ২টি ট্রেনিং বিমান ও ৩ টি যুদ্ধবিমান৷ ২০২১ অবধি ৩৬ টি রাফালই ভারতে চলে আসবে৷ Photo- File