Amarnath : অমরনাথ মন্দির দর্শন করলেন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা! জানালেন সুস্বাস্থ্যের প্রার্থনা...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
লেফটেন্যান্ট গভর্নর (Lieutenant Governor, Manoj Sinha) "করোনাভাইরাসের (Coronavirus) এই কঠিন সময়ে ভগবান শিবের (Amarnath) আশীর্বাদে সকলের জীবনে সুস্বাস্থ্য এবং সুখ নিশ্চিত করার প্রার্থনা জানান।
advertisement
1/6

সোমবার অমরনাথ মন্দির দর্শন করে শ্রদ্ধার সঙ্গে পুজো সম্পাদন করলেন জম্মু-কাশ্মীরে লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। অমরনাথের গুহায় প্রবেশ করে সকলের সুস্বাস্থ্য ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেনা তিনি। গুহা তিথিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
advertisement
2/6
অমরনাথের শ্রীন বোর্ডের চেয়ারম্যানও লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। সেনাবাহিনী, অসামরিক প্রশাসন, পুলিশ এবং শ্রাইন বোর্ডের উর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গেই পবিত্র মাজারে পুজো করেছিলেন তিনি। লেফটেন্যান্ট গভর্নর তাঁর প্রার্থনায় জানান, "করোনাভাইরাসের এই কঠিন সময়ে ভগবান শিবের আশীর্বাদে সকলের জীবনে সুস্বাস্থ্য এবং সুখ নিশ্চিত করার প্রার্থনা জানান। তিনি বলেন, "বর্তমান স্বাস্থ্য সঙ্কট কাটিয়ে উঠতে ভগবান শিব আমাদের শক্তি দেবেন।"
advertisement
3/6
বার্ষিক অমরনাথ তীর্থযাত্রা জম্মু ও কাশ্মীরের অপূর্ব সাংস্কৃতিক ঐতিহ্যের সাক্ষ্য বহন করে আসছে বহু বছর ধরে। কিন্তু করোনাভাইরাসের কারণে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে গত বছরের মত এবছরও বাতিল করা হয়েছে অমরনাথ যাত্রা। তবে, ভক্তদের অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রীন বোর্ড পবিত্র গুহা মাজার থেকে সকাল ও সন্ধ্যায় আরতির সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেছে, পাশাপাশি পূর্বের নিয়ম অনুসারে পবিত্র গুহা তিথিতে সমস্তরকম ধর্মীয় অনুষ্ঠান করা হবে বলেও জানিয়েছেন লেফটেন্যান্ট গভর্নর।
advertisement
4/6
করোনা সংক্রমণে রাশ টানতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে জম্মু কাশ্মীর সরকার। আরতি ও অন্যান্য অনুষ্ঠানের সময় কোভিড রীতি যথাযথ অনুসরণ করা হচ্ছে কিনা তা নিশ্চিত করার জন্যই নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। নিয়ম-আচার মেনেই সকাল ৬ টায় ও সন্ধ্যা ৬ টায় আরতির দু'টি প্রচার করা হবে বলে জানিয়েছেন তিনি। প্রতিটি ৩০ মিনিটের জন্য প্রত্যেকে শ্রী অমরনাথ শ্রাইন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট এবং ভক্তদের জন্য বিশেষভাবে তৈরি অ্যাপটিতে সরাসরি প্রচার করা হবে।
advertisement
5/6
ভক্তরা শ্রীন বোর্ডের লিংক www.shriamarnavjishrine.com/AartiLive.html এর মাধ্যমে অনলাইনে পবিত্র শিবলিঙ্গে তাঁদের ভার্চুয়াল শ্রদ্ধা জানাতে পারেন। শ্রাইন বোর্ডের মোবাইল ভিত্তিক অ্যাপ্লিকেশনের মাধ্যমেও গুগল প্লে স্টোর থেকে http://play.google.com/store/apps/details?id=com.ncog.shriamarnav লিঙ্কের মাধ্যমে ডাউনলোড করা যেতে পারে এই অ্যাপটি।
advertisement
6/6
এদিন লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল ডিপি পান্ডে, কাশ্মীরের বিভাগীয় কমিশনার ডঃ পীযূষ সিঙ্গলা, জেলা প্রশাসক অনন্তনাগ, এস আবদুল জব্বার, ডিআইজি দক্ষিণ কাশ্মীর রেঞ্জ (এসকেআর); শ্রী অনুপ কুমার সনি, অতিরিক্ত চিফ এক্সিকিউটিভ অফিসার, এসএএসবি ছাড়াও সেনা, পুলিশ, সিআরপিএফ এবং শ্রাইন বোর্ডের কর্মকর্তারা। শৈলেন্দ্র ওয়াঙ্গু