TRENDING:

যৌনতা নাগরিক অধিকারেরই অঙ্গ, দুই মহিলার লিভ-ইন সম্পর্ককে মান্যতা দিল আদালত

Last Updated:
মামলাকারী দুই মহিলা আবেদনে বলেন, বেশ কয়েক বছর ধরে তাঁদের মধ্যে সম্পর্ক রয়েছে৷ কিন্তু এই সম্পর্কের জন্য নিজেদের পরিবারের পাশাপাশি সমাজেরও বিরোধিতার মুখে পড়তে হচ্ছে তাঁদের৷
advertisement
1/5
যৌনতা নাগরিক অধিকারেরই অঙ্গ, দুই মহিলার লিভ-ইন সম্পর্ককে মান্যতা দিল আদালত
দুই মহিলার লিভ ইন সম্পর্কের বিরোধিতা করছিল তাঁদের৷ বাধ্য পুলিশি নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ওই দুই মহিলা৷ গুরুত্বপূর্ণ এক রায়ে এলাহাবাদ হাইকোর্ট জানিয়ে দিল, দুই মহিলাকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে পুলিশকে৷
advertisement
2/5
রায় দিতে গিয়ে এলাহাবাদ হাইকোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, মানুষের সাংবিধানিক অধিকার রক্ষা করাই আদালতের দায়িত্ব৷ সমাজের নৈতিকতা রক্ষার দায় আদালতের নয়৷
advertisement
3/5
মামলাকারী দুই মহিলা আবেদনে বলেন, বেশ কয়েক বছর ধরে তাঁদের মধ্যে সম্পর্ক রয়েছে৷ কিন্তু এই সম্পর্কের জন্য নিজেদের পরিবারের পাশাপাশি সমাজেরও বিরোধিতার মুখে পড়তে হচ্ছে তাঁদের৷ নিজেদের জীবনহানির আশঙ্কা করে পুলিশি নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা৷
advertisement
4/5
শামলির পুলিশ সুপারকে আদালত নির্দেশ দেয়, ওই দুই মহিলা যদি পুলিশি নিরাপত্তা চেয়ে আবেদন করেন, সেক্ষেত্রে তা দিতে হবে পুলিশকে৷ দুই মহিলার যাতে কোনওরকম হয়রানি না হয়, তা দেখার জন্যও পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছে আদালত৷
advertisement
5/5
রায় দিতে গিয়ে বিচারপতি এস কে গুপ্ত এবং বিচারপতি পঙ্কজ ভাটিয়ার ডিভিশন বেঞ্চ জানায়, শুধুমাত্র নিজেদের পছন্দ মতো যৌন সঙ্গী বেছে নেওয়ার জন্য কোনও নাগরিক হুমকির মুখে পড়লে তাঁর সমস্ত অধিকার রক্ষার দায়িত্ব আদালতের৷ এক্ষেত্রে আদালত চুপ করে থাকতে পারে না বলেও স্পষ্ট করে দেন দুই বিচারপতি৷
বাংলা খবর/ছবি/দেশ/
যৌনতা নাগরিক অধিকারেরই অঙ্গ, দুই মহিলার লিভ-ইন সম্পর্ককে মান্যতা দিল আদালত
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল