Ajit Pawar Plane Crash Update: কে এই শম্ভাবী পাঠক? ছিলেন অজিত পওয়ারের বিমানের প্লেনের পাইলট...দুর্ঘটনায় মৃত্যু তাঁরও
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
এনসিপি প্রধান পাওয়ার, তাঁর ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা বিদিপ যাদব, দুই পাইলট - সুমিত কাপুর এবং শম্ভাবী পাঠক - এবং একজন পরিচারিকা দুর্ঘটনায় মারা গেছেন। আগামী মাসে পুণে এলাকার জেলা পরিষদ নির্বাচন৷ তার আগে পওয়ারের চারটি গুরুত্বপূর্ণ সভা ছিল এলাকায়৷ সেই সমস্ত জনসভায় যোগ দেওয়ার কথা ছিল পওয়ারের।এনসিপি প্রধান পাওয়ার, তাঁর ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা বিদিপ যাদব, দুই পাইলট - সুমিত কাপুর এবং শম্ভাবী পাঠক - এবং একজন পরিচারিকা দুর্ঘটনায় মারা গেছেন।
advertisement
1/7

বুধবার সকালে পুণের বারামতীতে বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পওয়ারের মৃত্যু হয়েছে৷ ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুসারে, পওয়ারের বিমানটি সকাল ৮:১০ মিনিটে মুম্বই বিমানবন্দর থেকে রওনা দেয়। প্রায় ৩৫ মিনিট পরে, এটি বারামতীর টেবিল টপ রানওয়েতে নামতে যায় বিমানটি৷ প্রথম দফায় অবতরণে ব্যর্থ হয়৷ তার পরে ফের এক চক্কর কেটে নামতে যায় বিমান৷ ATC-তে বিমানচালক তাঁর শেষ বার্তায় জানায়, রানওয়ে দেখা যাচ্ছে না৷ তারপর রানওয়ে ক্লিয়ারেন্স পাওয়ার পরে আর কোনও বার্তা আসেনি বিমানের তরফে৷ প্রসঙ্গত, বুধবার ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা ছিল কম৷
advertisement
2/7
বিমানটি বারামতী বিমানবন্দর থেকে ২০ কিলোমিটার দূরে থাকা পাহাড়ি এলাকায় থাকাকালীন ADS-B সংকেত পাঠানো বন্ধ করে দেয়। দুর্ঘটনায় মারা গিয়েছিলেন বিমানের পাইলট-সহ ৪জন৷ কে ছিলেন অজিত পওয়ারের Learjet 45 বিমানের চালকের আসনে? কী তাঁর পরিচয়?
advertisement
3/7
এদিন বিমানচালকের আসনে ছিলেন ক্যাপ্টেন শাম্ভবী পাঠক৷ দুর্ঘটনায় তাঁরও মৃত্যু হয়েছে৷ শাম্ভবী মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে মুম্বই থেকে বারামতীতে নিয়ে যাচ্ছিলেন৷ যে Learjet 45 বিমানটিতে অজিত পওয়ার সওয়ার ছিলেন, সেটি VSR Ventures সংস্থার অধীনে ছিল৷ এটি একটি দিল্লি-বেসড নন-সিডিউলড এয়ার ট্রান্সপোর্ট অপারেটর৷ সেই সংস্থার ফার্স্ট অফিসার হিসাবে কর্মরত ছিলেন এই শম্ভাবী পাঠক৷
advertisement
4/7
শম্ভাবী পাঠক কে ছিলেন? শম্ভাবী পাঠকের লিঙ্কড ইন প্রোফাইল অনুযায়ী, পড়াশোনা এয়ার ফোর্স বাল ভারতী স্কুলে ৷ সেখানে তিনি ২০১৬-১৮ সালের মধ্যে সেকেন্ডারি এডুকেশন সম্পন্ন করেন৷ তারপরে নিউজিল্যান্ড ইন্টারন্যাশনাল কমার্শিয়াল পাইলট একাডেমিতে একজন বাণিজ্যিক পাইলট এবং ফ্লাইট ক্রু হিসাবে প্রশিক্ষণ গ্রহণ করেন তিনি৷
advertisement
5/7
শম্ভাবী মুম্বই বিশ্ববিদ্যালয় থেকে অ্যারোনটিক্স, এভিয়েশন এবং অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন।
advertisement
6/7
এর মধ্যে, তিনি মধ্যপ্রদেশ ফ্লাইং ক্লাবে সহকারী ফ্লাইং প্রশিক্ষক হিসেবে যোগদান করেন, ফ্লাইট ইন্সট্রাক্টর রেটিং (A) অর্জন করেন। পাঠক সিভিল এভিয়েশন ডিরেক্টরেট জেনারেল (DGCA) থেকে ফ্রোজেন এয়ারলাইন ট্রান্সপোর্ট পাইলট লাইসেন্স (ATPL)ও অর্জন করেন।
advertisement
7/7
এনসিপি প্রধান পাওয়ার, তাঁর ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা বিদিপ যাদব, দুই পাইলট - সুমিত কাপুর এবং শম্ভাবী পাঠক - এবং একজন পরিচারিকা দুর্ঘটনায় মারা গেছেন। আগামী মাসে পুণে এলাকার জেলা পরিষদ নির্বাচন৷ তার আগে পওয়ারের চারটি গুরুত্বপূর্ণ সভা ছিল এলাকায়৷ সেই সমস্ত জনসভায় যোগ দেওয়ার কথা ছিল পওয়ারের।এনসিপি প্রধান পাওয়ার, তাঁর ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা বিদিপ যাদব, দুই পাইলট - সুমিত কাপুর এবং শম্ভাবী পাঠক - এবং একজন পরিচারিকা দুর্ঘটনায় মারা গেছেন। আগামী মাসে পুণে এলাকার জেলা পরিষদ নির্বাচন৷ তার আগে পওয়ারের চারটি গুরুত্বপূর্ণ সভা ছিল এলাকায়৷ সেই সমস্ত জনসভায় যোগ দেওয়ার কথা ছিল পওয়ারের।