TRENDING:

Airport News: রানওয়ের দিকে এগোলচ্ছিল ফ্লাইট! হঠাত্‍ CISF এসে ঘিরে ফেলল প্লেন, আতঙ্কে প‍্যাসেঞ্জাররা, গ্রেফতার ২

Last Updated:
Airport News: ফের বিমান বিভ্রাট। দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল (IGI) এয়ারপোর্টে নিরাপত্তা সংক্রান্ত একটি ঘটনাকে কেন্দ্র করে জোর চর্চা।
advertisement
1/9
রানওয়ের দিকে এগোলচ্ছিল ফ্লাইট! CISF এসে ঘিরে ফেলল প্লেন, আতঙ্কে প‍্যাসেঞ্জাররা,গ্রেফতার ২
ফের বিমান বিভ্রাট। দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল (IGI) এয়ারপোর্টে নিরাপত্তা সংক্রান্ত একটি ঘটনাকে কেন্দ্র করে জোর চর্চা। এভিয়েশন সিকিউরিটির জন্য দায়ী নিরাপত্তা সংস্থাগুলির মধ্যে হইচই পড়ে গিয়েছে একটি ঘটনাকে কেন্দ্র করে।
advertisement
2/9
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর ১২:৩০ টা নাগাদ। দিল্লি থেকে মুম্বাইয়ের জন্য নির্ধারিত স্পাইস জেটের ফ্লাইট SG-9282 বোর্ডিং শেষ হওয়ার পর রানওয়ের দিকে এগোচ্ছিল। এই ফ্লাইট রানওয়ের কাছে পৌঁছানোর ঠিক আগে, দুই যাত্রী তাদের সিট থেকে উঠে ককপিটের দিকে এগোতে শুরু করে।
advertisement
3/9
ফ্লাইট ক্রু তাদের এমন করতে নিষেধ করে এবং তাদের সিটে ফিরে যেতে বলেন। কিন্তু, দুই যাত্রী মানেনি এবং এগিয়ে যেতে থাকেন। বারবার নিষেধ করার পরও দুই যাত্রী ককপিটের গ্যালারি পর্যন্ত পৌঁছে যায় বলে অভিযোগ।
advertisement
4/9
সূত্রের খবর অনুযায়ী, ওই দুই যাত্রীকে ওইভাবে এগোতে দেখে সন্দেহ হয় প্লেনের ক্রু সদস‍্যদের। প্রথমে কেবিন ক্রু সদস‍্যরা ভেবেছিলেন দুই যাত্রী ওয়াশরুমে যেতে চায়। কিন্তু এই দুই যাত্রীর উদ্দেশ্য কিছু অন্য ছিল।
advertisement
5/9
অভিযোগ দুই যাত্রী জোর করে ককপিটে ঢোকার চেষ্টা শুরু করে। দুই যাত্রীর উদ্দেশ্য বুঝতে পেরে ফ্লাইট মার্শাল এবং কেবিন ক্রুও সক্রিয় হয়ে ওঠেন। কোনওভাবে দুই যাত্রীকে নিয়ন্ত্রণে আনা হয়।
advertisement
6/9
ফ্লাইটের ক্যাপ্টেনও দুই যাত্রীকে বারবার সতর্ক করেন, কিন্তু তারা মানেনি। ঘটনার সম্পূর্ণ তথ্য ক্যাপ্টেন এয়ারপোর্ট অপারেশন কন্ট্রোল সেন্টার (AOCC) কে জানায়।
advertisement
7/9
AOCC থেকে পাওয়া নির্দেশনা অনুসরণ করে ক্যাপ্টেন প্লেনকে আইসোলেটেড ওয়ের দিকে ঘুরিয়ে দেয়। পাশাপাশি, পুরো ঘটনার বিষয়ে CISF এর কুইক রিঅ্যাকশন টিম (QRT) কে সতর্ক করে দেয়। তথ্য পাওয়া মাত্রই CISF এর QRT স্পাইস জেটের এয়ারক্রাফ্টের দিকে রওনা হয়। Image AI
advertisement
8/9
এয়ারক্রাফ্টের ব্রেক লাগতেই CISF QRT প্লেনকে চারপাশ থেকে ঘিরে ফেলে। এরপর, স্পাইস জেটের কেবিন ক্রু দুই যাত্রীকে CISF এর হাতে তুলে দেয়। দুই যাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য এয়ারপোর্ট পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। (Representative Image)
advertisement
9/9
এয়ারপোর্ট সূত্রের মতে, এই ঘটনার কারণে পুরো ফ্লাইটকে আবার সম্পূর্ণ নিরাপত্তা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে। ফলস্বরূপ, দুপুর প্রায় ১২:৩০ টায় মুম্বাইয়ের জন্য নির্ধারিত এই ফ্লাইট নির্ধারিত সময়ের থেকে প্রায় সাত ঘণ্টা দেরিতে সন্ধ্যা প্রায় ৭:২১ টায় টেকঅফ করেছে গন্তব‍্যে।
বাংলা খবর/ছবি/দেশ/
Airport News: রানওয়ের দিকে এগোলচ্ছিল ফ্লাইট! হঠাত্‍ CISF এসে ঘিরে ফেলল প্লেন, আতঙ্কে প‍্যাসেঞ্জাররা, গ্রেফতার ২
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল