অম্বুবাচী পুজোর আগে কামাখ্যা মন্দিরের পাশেই মুণ্ড কেটে ‘বলি’ দেওয়া হল মহিলাকে!
Last Updated:
advertisement
1/5

• আর ঠিক দু’দিন পর ২২ জুন থেকে অসমের কামাখ্যা মন্দিরে শুরু অম্বুবাচী মেলা ৷ তার ঠিক আগেই মন্দিরের পাশ থেকেই উদ্ধার হল মুণ্ডহীন মহিলার দেহ ৷
advertisement
2/5
• বৃহস্পতিবার সকালে বনদুর্গা মন্দিরের সিঁড়ি থেকে উদ্ধার হয় মহিলার দেহ ৷
advertisement
3/5
• দেহের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফুল, ধূপকাঠি ও অন্যান্য পুজোর সরঞ্জাম দেখে মনে হচ্ছে সম্ভবত তাঁকে ‘বলি’ দেওয়া হয়েছে ৷
advertisement
4/5
• ওই মহিলার এক জোড়া জুতোও উদ্ধার হয়েছে ওই এলাকা থেকে ৷
advertisement
5/5
• তবে কী করে অম্বুবাচী মেলার ঠিক আগে কড়া নিরাপত্তার ঘেরাটোপের মধ্যে এমন ঘটনা ঘটল সেটাই খতিয়ে দেখছে পুলিশ ৷