Train accident: ফের রেল দুর্ঘটনা! বিকট শব্দ, লাইন থেকে ছিটকে গেল ট্রেনের দুটি কামরা, ব্যাহত রেল চলাচল
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Train accident: ফের বিপদ ভারতীয় রেলে। এবার ঘটনাস্থল কর্নাটকের বেলাগাভি, দুর্ঘটনার জেরে লাইনচ্যুত হয়ে গেল মালগাড়ির দুটি কামরা।
advertisement
1/6

ফের বিপদ ভারতীয় রেলে। এবার ঘটনাস্থল কর্নাটকের বেলাগাভি, দুর্ঘটনার জেরে লাইনচ্যুত হয়ে গেল মালগাড়ির দুটি কামরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে। Image- X
advertisement
2/6
বিশ্বের অন্যতম বৃহত্তম রেল নেটওয়ার্ক রয়েছে ভারতে, আর এএদিন সকালে কর্নাটকের বেলাগাভি স্টেশনের কাছ দিয়ে যাচ্ছিল একটি মালগাড়ি। দুর্ঘটনার সময়ে লাইনচ্যুত হয়ে যায় মালগাড়ির দুটি কামরা। Image:Wikipedia
advertisement
3/6
যদিও রেল কর্তৃপক্ষের দাবি, দুর্ঘটনার জেরে কেউ নিহত বা আহত হননি। ট্রেন বেলাইন হওয়ার খবর পেয়েই সেখানে হাজির হন দক্ষিণ পশ্চিম রেলের কর্তারা। প্রতীকী ছবি
advertisement
4/6
দ্রুত উদ্ধারকাজের জন্য হুব্বালি স্টেশন থেকে একটি বিশেষ ট্রেনও ঘটনাস্থলে পাঠানো হয়। প্রতীকী ছবি
advertisement
5/6
চালুক্য-শরাবতী এক্সপ্রেস, এলটিটি দাদার এক্সপ্রেস-সহ বহু ট্রেন মাঝপথে দাঁড়িয়ে পড়ে। বেশ কিছু ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়। প্রতীকী ছবি
advertisement
6/6
কী ভাবে এই দুর্ঘটনা ঘটল জানার জন্য তদন্ত শুরু করেছে ভারতীয় রেল। রেল পুলিশের তদন্তকারী দল দুর্ঘটনাস্থল পরিদর্শনও করেছে। প্রতীকী ছবি।