স্ত্রীর মৃত্যুর পর নাবালিকা মেয়েকে লাগাতার কয়েক মাস ধরে ধর্ষণ করল খোদ বাবা
Last Updated:
advertisement
1/5

মা মারা যাওয়ার পর বাবাই ছিল ছোট্ট মেয়েটির একমাত্র অবলম্বন। কিন্তু বাবাই মেয়েটির কাছে হয়ে উঠল আতঙ্কের আরেক নাম। খোদ জন্মদাতাই তার শৈশবকে করে তুলল নারকীয়।
advertisement
2/5
ঘটনাটি ঘটেছে হরিয়ানার গুরুগ্রামে। মাকে হারানোর পর সেখানেই বাবার সঙ্গে থাকত আট বছরের ছোট্ট মেয়েটি। বাবাই ছিল তার একমাত্র অভিভাবক, ভরসা। অথচ রক্ষকই ভক্ষকের রূপ নিল।
advertisement
3/5
গত কয়েক মাস ধরে খোদ বাবাই ক্রমাগত ধর্ষণ করে গিয়েছে নিজের মেয়েকে। এই অভিযোগে সোমবার অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, প্রতিবেশীদের অভিযোগের ভিত্তিতেই ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ।
advertisement
4/5
প্রতিবেশীদের থেকে পুলিশ জানতে পারে, শিশুটি বেশ কিছুদিন ধরে কেমন যেন ভয়ে ভয়ে ছিল। সারাদিন চুপচাপ ঘরের কোণে বসে থাকত। প্রতিবেশীরা জিজ্ঞাসা করতেই বাবার হাতে যৌন হেনস্থার কথা জানায় চতুর্থ শ্রেণিতে পড়া মেয়েটি। তারপরই প্রতিবেশীরা পুলিশে খবর দেয়।
advertisement
5/5
পুলিশের তরফে জানানো হয়েছে, জিজ্ঞাসাবাদের সময় মেয়েটি জানিয়েছে, তার বাবা রোজ মদ খেয়ে বাড়ি ফিরত । প্রতি রাতেই তার উপর চলত অকথ্য অত্যাচার। শিশুটিকে উদ্ধার করে শিশু পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে।