ভারতীয় রেলের সাধের কাঁচের ট্রেন ! তিন সপ্তাহে ক‘জন যাত্রী চড়ল শুনলে চমকে উঠবেন
Last Updated:
advertisement
1/6

বিদেশে বিভিন্ন জায়গায় কাঁচ দিয়ে ঘেরা ট্রেন চলে ৷ তারমধ্যে সবচেয়ে জনপ্রিয় সুইস আল্পসের গ্লাস ট্রেন ৷ Photo -Representive
advertisement
2/6
আমাদের বলিউডি ছবির নায়ক-নায়িকাদের আমরা এই ধরণের ট্রেনে হামেশাই রোমান্স করতে দেখি ৷ Photo -Youtube Grab
advertisement
3/6
এই সব দেখেই ভারতীয় রেলের সাধের প্রজেক্ট ছিল এইরকম কাঁচের ট্রেন ৷ সিমলা-কালকা রুটে এমনিতেই টয়ট্রেন দারুণ জনপ্রিয় ৷ তাই এই রুটেই প্রথম ‘হো হো ’ ট্রেন শুরু করেছে ভারতীয় রেল ৷ Photo - Piyush Goel/ Twitter Handle
advertisement
4/6
কোচের একদিকের যাত্রীরা আগে অন্যদিকের সৌন্দর্য দেখতে পারতেন না। সেই অসুবিধার অবসান হল এবার ৷ ট্রায়াল রানে এই ট্রেন এখন যাত্রী সাধারণের জন্য খুলে দেওয়া হল ৷ Photo - Piyush Goel/ Twitter Handle
advertisement
5/6
এত ঢাকঢোল পিটিয়ে যে ট্রেন তার টিকিট বিক্রির হাল একেবারেই খারাপ ৷ মানে এখনও অবধি একটি টিকিটও বিক্রি হয়নি ৷ এমনকি অনলাইন উইন্ডো থেকে একটি টিকিটেরও হাল হদিশ পাওয়া যায়নি ৷ Photo - Piyush Goel/ Twitter Handle
advertisement
6/6
তবে ভারতীয় রেল আশাবাদী যখন থেকে টুরিস্ট সিজন শুরু হবে তখন এই ট্রেনের টিকিট ভরপুর সেল হবে ৷ রেলের সিনিয়র ডিভিসন কর্মাশিয়াল ম্যানেজার প্রভীন গৌর জানিয়েছেন টুরিস্ট সিজন শুরু হলে টিকিটের বিক্রিও ভালো গতি পাবে ৷ Photo - Piyush Goel/ Twitter Handle