আমফান, নিসর্গের পর ফের বঙ্গোপসাগরে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের আশঙ্কা, সতর্ক করল মৌসম বিভাগ
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
৩০ দিনেরও কম ব্যবধানে দুই সাইক্লোনের তাণ্ডবের পরও নিষ্কৃতি নেই ৷ফের নয়া ঘূর্ণিঝড়ের আশঙ্কায় আতঙ্কে মানুষ ৷
advertisement
1/5

৩০ দিনেরও কম ব্যবধানে দুই সাইক্লোনের তাণ্ডবের পরও নিষ্কৃতি নেই ৷ ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কায় সতর্কতা জারি করেছে মৌসম বিভাগ ৷ সুপার সাইক্লোন আমফানের তাণ্ডবে বিধস্ত বাংলা এখন ক্ষত মুছে উঠতে পারে ৷ এখনও চলছে ক্ষয়ক্ষতির খতিয়ান নেওয়া ৷ আমফানের জের কাটতে না কাটতেই দুসপ্তাহের মাথায় হাজির আরব সাগরে উদ্ভুত নিসর্গ ৷ মহারাষ্ট্রের উপকূলে তাণ্ডব চালিয়ে বিদায়ের সাত দিন কাটতে না কাটতেই ফের নয়া ঘূর্ণিঝড়ের আশঙ্কায় আতঙ্কে মানুষ ৷
advertisement
2/5
ফের বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে মৌসম বিভাগ ৷ আবহবিদদের মতে, এখনও নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়, তবে বঙ্গোপসাগরের বিশেষ অঞ্চলে বায়ুচাপের এমনই তারতম্য ঘটেছে যা ঘূর্ণিঝড়ের পক্ষে অনূকুল ৷
advertisement
3/5
সাধারণত সমুদ্রের উপর বিশেষ অঞ্চলে বায়ুচাপ কমে যাওয়া অর্থাৎ নিম্নচাপ সৃষ্টি হওয়া তা যেকোনও ঝড়ের উৎপত্তির প্রথম ধাপ ৷ মৌসম বিভাগ জানিয়েছে, আরও চার-পাঁচদিন লক্ষ্য করার পরই বোঝা যাবে আদৌ ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে কিনা ৷ Representative image
advertisement
4/5
তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, যদি এই নিম্নচাপ ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত নাও হয় তবে ১০ জুন ওড়িশা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে ৷
advertisement
5/5
মৌসম বিভাগের ডিরেক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, ‘এই নিম্নচাপ আগামী সপ্তাহে ওড়িশার দিকে অগ্রসর হতে পারে ৷ যেকোনও ঘূর্ণিঝড়ের প্রথম ধাপই হল এই ধরনের নিম্নচাপ ৷ তবে সব এই ধরনের নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয় না ৷ তবে আমরা এই দিকে নজর রাখছি ৷’ আগামী কয়েকদিনেই বোঝা যাবে প্রবল বৃষ্টি না আরও একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় কোনদিকে এগোচ্ছে এই নিম্নচাপ ৷