TRENDING:

পুরীর জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ রান্নার উনুনে ভাঙচুর, তারপর যা হল

Last Updated:
দিন দুয়েক আগে পুরীর জগন্নাথ মন্দিরের রান্না করার উনুন ভেঙেচুরে নষ্ট করে দেওয়া হয়৷
advertisement
1/5
পুরীর জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ রান্নার উনুনে ভাঙচুর, তারপর যা হল
#পুরী: পুরীর মন্দিরে ভাঙচুর হওয়ার চাঞ্চল্যকর অভিযোগ৷ দিন দুয়েক আগে পুরীর জগন্নাথ মন্দিরের রান্না করার উনুন ভেঙেচুরে নষ্ট করে দেওয়া হয়৷ এই মারাত্মক অভিযোগের পর পুরীর পুলিশ তদন্তে নামে৷ মঙ্গলবার রাতে মন্দিরের সিসিটিভ ফুটেজ দেখে এক ব্যক্তিকে চিহ্নিত করে৷ খুড়দাজেলার বেগুনিয়া থেকে ৩০ বছরের এক ব্যক্তিকে আটক করে৷ অভিযুক্তের নাম জয় মহাপাত্র৷
advertisement
2/5
পুরীর মন্দিরের পবিত্র এই রন্ধনশালা ভারতের মধ্যে অন্যতম সর্ববৃহৎ৷ এখানে ২৪০ টি মাটির উনুন রয়েছে৷ এর মধ্যে রবিবার সকালে দেখা যায় এর মধ্যে ৪৩ টি ভাঙা দেখতে পাওয়া যায়৷ রবিবার সকালে এই অবস্থা দেখে সকলের চক্ষু চড়কগাছ হয়ে যায়৷ শনিবার গভীর রাত এভাবে রান্নার উনুনগুলি ভেঙেচুরে দেওয়া হয়৷ এই মাটির উনুনে বানানো রান্নাকেই মহাপ্রসাদ হিসেবে ভক্তদের দেওয়া হয়৷
advertisement
3/5
ঠিক কী কারণে এই ধরণের ভাঙচুর করা হয়েছে তা নিয়ে অবশ্য এখনও তদন্ত করে খতিয়ে দেখা হয়েছে৷ কোনও ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে পুরীর জগন্নাথ মন্দিরের মাটির উনুনগুলি ভেঙে দেওয়া হয়েছে৷ তবে কী করে কেউ রাত এগারোটার পরেও মন্দির প্রাঙ্গনে লুকিয়ে থাকতে পারল তাও খতিয়ে দেখা হচ্ছে৷ পুলিশ আধিকারিক জানিয়েছেন ,সিসিটিভি ফুটেজের ভিত্তিতে এক সম্ভাব্য অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে৷ এই বিষয়টি নিয়ে আরও তদন্ত জারি রয়েছে৷
advertisement
4/5
এই ঘটনায় ধর্মীয় ভাবাবেগে আঘাত হওয়ায় শ্রদ্ধালুদের মনে তীব্র ক্ষোভের সঞঅচার হয়৷ সোমবার চিফ সেক্রেটারি পুরীর মন্দিরে আসেন৷ জগন্নাথ মন্দিরের পুলিশ রাত একটা নাগাদ এক ব্যক্তিকে ইতঃস্তত ঘুরতে দেখে কিন্তু কোনওভাবে তিনি আটকে পড়েছেন ভেবে কোনওরকম সন্দেহ না করেই তাকে ছেড়ে দেয়৷ জগন্নাথ টেম্পল পুলিশ ওড়িশা পুলিশের অংশ নয়৷ তারা শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিসট্রেশনের অন্তর্গত৷ যারা সে সময় কর্মরত ছিল তাদের শোকজ করা হয়েছে৷
advertisement
5/5
এই ঘটনায় অপরিচিত ব্যক্তিদের জন্য ৪২৭ ধারা এবং ২৯৫ এ-ধারায় মামলা রুজু করে পুলিশ৷ এতে কোনও ধর্মীয় ভাবাবেগে আঘাত করার জন্য আইপিসি ধারা দেওয়া হয় এবং শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিসট্রেশনের ৩০ (এ) (বি) ধারা দেওয়া হয়৷
বাংলা খবর/ছবি/দেশ/
পুরীর জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ রান্নার উনুনে ভাঙচুর, তারপর যা হল
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল