অভিনন্দনের গোঁফটিকে জাতীয় গোঁফ হিসেবে ঘোষণা করা হোক ! লোকসভায় অভিনব দাবি অধীর চৌধুরির
Last Updated:
advertisement
1/4

দলের ভরাডুবির সময়েও লোকসভা নির্বাচনে বহরমপুরের সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন অধীর চৌধুরী। আজ সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিতর্কিত মন্তব্য করে ইতিমধ্যেই সংবাদ শিরোনামে কংগ্রেস সাংসদ । তবে শুধু মোদি নয়, আজ এয়ার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে নিয়েও নয়া দাবিও জানিয়েছেন অধীর ।
advertisement
2/4
আজ লোকসভায় এক বিশেষ দাবি জানিয়েছেন অধীর । তিনি জানিয়েছেন এয়ার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে বীরত্বের জন্য পুরষ্কৃত করা উচিৎ সরকারের । তবে তাঁর পরের দাবিটি ছিল চমকপ্রদ।
advertisement
3/4
অধীর লোকসভাতেই জানিয়েছেন অভিনন্দন বর্তমানের গোঁফটিকে জাতীয় গোঁফ হিসেবে ঘোষণা করা উচিৎ সরকারের ।
advertisement
4/4
প্রসঙ্গত পাকিস্তান থেকে ফিরে আসার পরও দেশজুড়ে রীতিমত এক ফ্যাশন ট্রেন্ড হয়ে উঠেছিল এয়ার উইং কমান্ডারের গোঁফ।