TRENDING:

দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসবে বাধ্য করল হাসপাতাল, সদ্যোজাত আছাড় খেয়ে পড়ল মাটিতে!

Last Updated:
advertisement
1/5
দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসবে বাধ্য করল হাসপাতাল, সদ্যোজাত আছাড় খেয়ে পড়ল মাটিতে!
• ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থাকল গুজরাতের বানাসকাঁথা জেলা ৷ স্থানীয় জালোটা প্রাইমারি হেল্থ কেয়ার সেন্টারে এক গর্ভবতী মহিলাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসবে বাধ্য করা হয়েছে, এমনই অভিযোগ উঠল ৷ প্রতীকী চিত্র ৷
advertisement
2/5
• গত শুক্রবার ঘটনাটি ঘটেছে ৷ ওই দিনই রামি বেন গৌতম্ভী ঠাকুরকে হেল্থ সেন্টারে নিয়ে আসেন তাঁর শাশুড়ি ৷ সেন্টারে পৌঁছনোর আগেই প্রসব বেদনা উঠে গিয়েছিল রামি বেনের ৷ প্রতীকী চিত্র ৷
advertisement
3/5
• রামির পরিবারের অভিযোগ, সেই অবস্থাতেও তাঁকে লেবার রুমে না নিয়ে গিয়ে নার্সরা দাঁড় করিয়ে রাখেন রামিকে ৷ একটি লোহার রড ধরে তাঁকে দাঁড়াতে বলা হয় ৷ প্রতীকী
advertisement
4/5
• ওই অবস্থাতেই প্রসব হয়ে যায় গৌতম্ভীর ৷ বাচ্চাও মাটিতে পড়ে যায় ৷ তবে এতে গৌতম্ভীর সদ্যোজাত সন্তানের কোনও ক্ষতি হয়নি ৷ প্রতীকী চিত্র ৷
advertisement
5/5
• রামি বেনের পরিবারের অভিযোগ, প্রসবের পর নাকি রামির শাড়ি দিয়েই মেঝেতে পড়ে থাকা রক্ত মুছেছেন নার্সরা ৷ কোনও ডাক্তারও ছিলেন না সে সময় ৷ তবে সমস্ত অভিযোগই অস্বীকার করেছে ওই হেল্থ কেয়ার সেন্টার ৷ প্রতীকী চিত্র ৷
বাংলা খবর/ছবি/দেশ/
দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসবে বাধ্য করল হাসপাতাল, সদ্যোজাত আছাড় খেয়ে পড়ল মাটিতে!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল