TRENDING:

আজও ভারতের এইসব মন্দিরের গভীর রহস্য কেউ ভেদ করতে পারেনি

Last Updated:
advertisement
1/8
আজও ভারতের এইসব মন্দিরের গভীর রহস্য কেউ ভেদ করতে পারেনি
• এই সমস্ত মন্দির আজও রহস্যের ঘন জালে ঢাকা ৷ এক নজরে জেনে নেওয়া যাক, ভারতের সেই সমস্ত মন্দিরের রহস্যের মোড়া গল্পগুলো ৷
advertisement
2/8
• নিধি বন মন্দির , উত্তর প্রদেশ: মনে করা হয়, এই বনেই গোপিনীদের সঙ্গে রাস লীলায় মেতে উঠেছিলেন শ্রীকৃষ্ণ ৷ এই বনের গাছ চির সবুজ ৷ কখনও, কোনও কারণে, এমনকী গাছ ফাঁপা হয়ে গেলেও বা জলের অভাব ঘটলেও গাছের পাতা কখনও হলুদ হয় না বা শুকিয়ে যায় না ৷ এমনকী এই বনে রাতে নূপুরের শব্দও শোনা যায় ৷ আবার আলোও দেখা যায় কখনও কখনও ৷ কেউ যদি কখনও সেটা দেখার চেষ্টা করে তাহলে সে অন্ধ , বা মানসিক ভারসাম্য হারায় বা তার মৃত্যু পর্যন্ত হতে পারে ।
advertisement
3/8
• তিরুমালা ভেঙ্কটেশ্বর মন্দির, অন্ধ্র প্রদেশ: এই মন্দিরে রয়েছেন স্বয়ং তিরুপতি বালাজির মূর্তি ৷ মূর্তিটি ১১০ ডিগ্রি ফারেনহাইটের একটি স্থায়ী তাপমাত্রাতেই থাকে ৷ আবার শীতকালে এই মূর্তির গায়ে বিন্দু বিন্দু ঘাম দেখা যায় ৷ কোনও বিজ্ঞানী আজ পর্যন্ত এর ব্যাখ্যা দিতে সক্ষম হননি।
advertisement
4/8
• বীরভদ্র মন্দির , অন্ধ্র প্রদেশ: এই মন্দিরে রয়েছে ৭০টা স্তম্ভ ৷ তার মধ্যে একটি রয়েছে ঝুলন্ত ৷ এই স্তম্ভ আদ্ভুতভাবে কখনও মাটি স্পর্শ করে না ৷
advertisement
5/8
• পুরীর জগন্নাথ মন্দির , উড়িষ্যা: পুরীর মন্দিরের চূড়ার পতাকা হাওয়ার বিপরীত দিকে ওড়ে । কেউ মন্দিরের প্রধান গম্বুজের ছায়া কোনও সময় দেখতে পায় না । মহাপ্রসাদ যখন রান্না হয় তখন ৭ টা হাড়ি একের ওপর এক রাখা থাকে ৷ কিন্তু যেটা সব থেকে ওপরে থাকে সেটা আগে রান্না হয় আর যে হাড়ি নীচে থাকে সেটা সব শেষে রান্না হয় । প্রতিদিন মন্দিরে একই পরিমাণ ভোগ রান্না হয় ৷ যত সংখ্যক ভক্তই আসুক, কোনওদিন তা কম পরে না ৷
advertisement
6/8
• অনন্ত পদ্মনাভ স্বামী মন্দির , কেরালা: শোনা যায়, এই মন্দিরে ৭টি গুপ্ত কক্ষ আছে ৷ কিন্তু একটি কক্ষের দরজা কোলা যায়নি ৷ দরজায় কোনও তালা বা ছিটকিনি নেই ৷ তবু তা খোলা সম্ভব হয়নি ৷
advertisement
7/8
• কামাক্ষা দেবী মন্দির , আসাম: ৫১টি শক্তিপীঠের অন্যতম এই কামাক্ষা মন্দির ৷ এইখানে সতীর যোনি পড়েছিল বলে মনে করা হয় ৷ অম্বুবাচীতে মায়ের ঋতুস্রাবের সময় বন্ধ থাকে মন্দিরের দরজা ৷ এই সময় মন্দিরের অন্দর গর্ভে বয়ে চলা জলের ধারা লাল হয়ে যায় ।
advertisement
8/8
• জ্বালাজি মন্দির , হিমাচল প্রদেশ: শত, সহস্র বছর ধরে সর্বক্ষণ এই মন্দিরে আগুন জ্বলতে থাকে ৷ কোথা থেকে এই আগুন জ্বলে, তা এখনও বোঝা যায়নি ৷
বাংলা খবর/ছবি/দেশ/
আজও ভারতের এইসব মন্দিরের গভীর রহস্য কেউ ভেদ করতে পারেনি
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল