প্রথমে সায়নাইড দিয়ে, তারপর কুপিয়ে স্ত্রী ও তিন সন্তানকে মেরে ঠোঁট কেটে নিয়ে পলাতক স্বামী!
Last Updated:
advertisement
1/5

• এখনও পর্যন্ত গাজিয়াবাদের ইন্দ্রপুরমে SF 175B নম্বর ফ্ল্যাটে একটা তোয়ালে আর তিনটে শর্টস ঝুলছে ৷ এই দু’কামরার ঘরেই গত শনিবার বিভৎস খুনের ঘটনা ঘটেছে ৷
advertisement
2/5
• ৪০ বছরের সুমিত কুমার এই ঘরেই খুন করেছেন তাঁর স্ত্রী ও তিন সন্তানকে ৷ সুমিত কুমার আপাতত পলাতক ৷ প্রতীকী চিত্র ৷
advertisement
3/5
• পুলিশ সূত্রে খবর, সুমিত ২ মাস আগে পর্যন্ত বেঙ্গালুরুর একটি সফটওয়্যার ফার্মে চাকরি করতেন ৷ শনিবার স্ত্রী অংশু বালার (৩৩) উপর প্রথমে সায়ানাইড বিষ প্রয়োগ করে খুন করেন তিনি ৷ এরপর প্রথমেশ (৫) এবং দুই যমজ ছেলে-মেয়ে আরভ ও আকৃতিকে মেরে তাদের ঠোঁট কেটে নেন সুমিত ৷ প্রতীকী চিত্র ৷
advertisement
4/5
• স্থানীয় এক বাসিন্দা পুলিশের কাছে দাবি করেন, রবিবার তিনি সুমিতকে একটি কালো ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখেছেন ৷ স্থানীয় একটি ওষুধের দোকানের মালিককে গ্রেফতার করা হয়েছে ৷ মনে করা হচ্ছে এর কাছ থেকেই যসায়ানাইড কিনেছিলেন সুমিত ৷ প্রতীকী চিত্র ৷
advertisement
5/5
• ২ সপ্তাহ আগেই যমজ দুই সন্তানের জন্মদিন ঘটা করে পালন করেছিলেন সুমিত-অংশু ৷ অংশুর পরিবারের দাবি মেয়ে-জামাইয়ের মধ্যে সবকিছু ঠিকই ছিল ৷ এরপরেই গত রবিবার পরিবারের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি ভিডিও পাঠান সুমিত ৷ সেখানেই নিজের দোষ কবুল করে নেন ৷ ভিডিওটি একটি ট্রেনের বাথরুমের মধ্যে থেকে করা হয়েছিল ৷ সুমিতের ফোন ট্র্যাক করার চেষ্টা চালাচ্ছে পুলিশ ৷ প্রতীকী চিত্র ৷