IAS-IPS Family: চার ভাই-বোনের মধ্যে তিন জন IAS, একজন IPS! অসাধ্য সাধন করেছেন ওঁরা
- Published by:Suman Majumder
Last Updated:
IAS-IPS Family: মা-বাবার মুখ উজ্জ্বল করা বোধ হয় একেই বলে! এই চার ভাই-বোন দেশের গর্ব।
advertisement
1/6

বাব-মার মুখ উজ্জ্বল করা বোধ হয় একেই বলে! ওরা চার ভাই-বোন। তিনজন আইএএস, একজন আইপিএস অফিসার।
advertisement
2/6
উত্তরপ্রদেশের প্রতাপগড়ের চার ভাই-বোন এখন সবার কাছে দৃষ্টান্ত। বাবা-মায়েরা ছেলেমেয়েদের এই ভাই-বোনদের কথা বলে উদ্বুদ্ধ করছেন।
advertisement
3/6
মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা তাঁদের। বড় ভাই যোগেশ মিশ্র ২০১৩ সালে ইউপিএসসি সিভিল পরীক্ষায় পাশ করে আইএএস হন। ২০১৫ সালে বোন মাধবী মিশ্র আইএএস হন।
advertisement
4/6
২০১৬ সালে ক্ষমা মিশ্র আইপিএস হন। এর পর সব থেকে ছোট ভাই লোকেশ মিশ্র আইএএস হন। প্রতাপগড়ের মতো ছোট ছোট মফঃস্বলে এখন এই চার ভাই-বোনকে সবাই চেনে।
advertisement
5/6
চার ভাই-বোনের প্রত্যেকে দেশের আলাদা আলাদা রাজ্যে কর্তব্যরত।
advertisement
6/6
চার ভাই-বোনের প্রত্যেকে ছোট থেকেই পড়াশোনায় ভাল ছিলেন। নামজাদা কোনও স্কুল বা কলেজে না পড়েও তাঁরা পেশাগত জীবনে সফল। এটাই যেন সবার কাছে বড় উদাহরণ হয়েছে।