advertisement
1/4

ফণীর প্রভাব রেল ও বিমান পরিষেবায় ৷ বিপজ্জনক ঘূর্ণিঝড় ফণীর জেরে শুক্রবার প্রায় ২২৩টি ট্রেন বাতিল করা হয়েছে ৷ বিপদের আশঙ্কায় বন্ধ বিমান পরিষেবাও ৷ বন্ধ রাখা হয়েছে ভুবনেশ্বর বিমানবন্দর ৷
advertisement
2/4
রাত ৯.৩০ থেকে বন্ধ কলকাতা বিমানবন্দর ৷ শনিবার সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে বিমানবন্দর ৷ একাধিক সংস্থা বিমান বাতিল করেছে ৷
advertisement
3/4
বৃহস্পতিবার ফণীর জেরে ওড়িশা থেকে পর্যটকদের নিয়ে রাতেই ফিরেছে বিশেষ ট্রেন। হাওড়ায় পৌঁছন একঝাঁক পর্যটক। পুরী বেড়ানোয় ছোবল মারল অতি বিপজ্জনক ঘূর্ণিঝড় ফণী।
advertisement
4/4
সমুদ্রের হাতছানিকে উপেক্ষা করে ফিরতে আসতে হল কলকাতায়। মন খারাপের সঙ্গেই যেন আতঙ্ক মিলেমিশে একাকার। হাওড়া স্টেশনে পা রাখা মাত্রই কানে এল ফণীর ছোবল থেকে রেহাই নেই বাংলারও। কলকাতাও রেহাই পাবে না ফণীর ফণা থেকে।