শ্রাবণ মাসে শিব দর্শনে প্রচুর পুণ্য, রেকর্ড সংখ্যক ভক্ত অমরনাথের পথে
Last Updated:
advertisement
1/6

অমরনাথ , মহাদেবের এই রূপের দর্শনের জন্য প্রতিবছর সারা দেশ থেকে শ্রদ্ধালু মানুষ দুর্গম পথ পাড়ি দেন ৷ Photo- Youtube
advertisement
2/6
বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন দেব-দেবীর পুজো অর্চনার জন্য বরাদ্দ থাকে ৷ তারমধ্যে শ্রাবণ মাস মহাদেবের মাস বা বাবা-র মাস বলে খ্যাত ৷
advertisement
3/6
শ্রাবণ মাসে তাই বাবা-স্থানে মাথা ঠেকালে খুশি হন বাবা ৷ পুণ্যার্থীরাও মনে করেন বাবা-র আশীর্বাদে জীবন সুগম হয় ৷ তাই শ্রাবণ মাসে ভক্তদের ঢল নামে অমরনাথেও ৷
advertisement
4/6
অমরনাথে অবশ্য এবার শ্রাবণ মাস পড়ার আগেই রেকর্ড হয়ে গেছে ৷ ইতিমধ্যেই দু‘লক্ষ পুণ্যার্থী অমরনাথের শিবলিঙ্গ দর্শন করে ফেলেছেন ৷
advertisement
5/6
পহেলগাঁও থেকে ৪৫ কিলোমিটার দূরে আর বালতাল থেকে ১৪ কিলোমিটার দুর্গম পথ পেরিয়ে ইতিমধ্যেই দু লক্ষ মানুষ দর্শন করেছেন এই লিঙ্গ ৷ যা গত চার বছরে সবচেয়ে বেশি ৷
advertisement
6/6
মাত্র ১৬ দিনের মধ্যে এই সংখ্যক মানুষ অমরনাথ দর্শন করে ফেলেছেন ৷ এই ট্রেন্ড চালু থাকলে এ বছরে মোট কত দর্শনার্থী এই পবিত্র ভূমি দেখবেন সেটাই দেখার ৷