Monsoon Rain in Uttarakhand: বর্ষার প্রবল দাপট উত্তরাখণ্ডে! দুর্যোগে মৃত্যু পর পর, চার ধাম যাত্রা নিয়ে আশঙ্কায় মুখ্যমন্ত্রী
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Monsoon Rain in Uttarakhand: রুদ্রপ্রয়াগ জেলায় ভূমিধস ধ্বংসস্তূপে গাড়ি উল্টে গিয়ে মৃত্যু হয় ৫০ বছর বয়সি এক ব্যক্তির। মৃতের নাম, অনিল বিশত। আরও দুটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ওই জানা গিয়েছে।
advertisement
1/9

জারি হয়েছিল কমলা সতর্কতা। উত্তরাখণ্ডের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হওয়ার পরেই রবিবার দু’জনের মৃত্যু হল ভয়ানক দুর্যোগে।
advertisement
2/9
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বিপর্যয় মোকাবিলা কেন্দ্রে পৌঁছে সব পর্যবেক্ষণ করে গিয়েছেন। প্রবল বর্ষণের মধ্যেই চার ধাম যাত্রায় উত্তরাখণ্ডের পাহাড়ে জমেছে ভিড়।
advertisement
3/9
সেই বিষয়ে বিশেষ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তাঁর পরামর্শ, চার ধাম যাত্রা শুরু করার আগে অবশ্যই যেন আবহাওয়ার পূর্বাভাস দেখে নেন প্রত্যেকে।
advertisement
4/9
মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘আমি পুণ্যার্থীদের কাছে আবেদন করছি যে আবহাওয়া খারাপ হয়ে গেলে, তাঁরা যেন চার ধাম যাত্রা বন্ধ করেন এবং আবহাওয়া দফতরের পূর্বাভাস মেনে পদক্ষেপ করেন।’’
advertisement
5/9
আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার নৈনিতাল, চম্পায়ত, পিথোরাগড়, বাগেশ্বর, দেহরাদুন, তেহরি ও পৌরি জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে।
advertisement
6/9
অবিরাম বৃষ্টিতে উত্তরাখণ্ডের একাধিক পার্বত্য এলাকায় ভূমিধসের হয়েছে। বেশ কয়েকটি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। গঙ্গা-সহ বেশ কয়েকটি নদীতে জলস্তর বেড়েছে।
advertisement
7/9
রুদ্রপ্রয়াগ জেলায় ভূমিধস ধ্বংসস্তূপে গাড়ি উল্টে গিয়ে মৃত্যু হয় ৫০ বছর বয়সি এক ব্যক্তির। মৃতের নাম, অনিল বিশত। আরও দুটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ওই জানা গিয়েছে।
advertisement
8/9
অন্যদিকে ২০ বছরের এক যুবক, অভিষেকের মৃত্যু হয়েছে দুর্যোগ সংক্রান্ত কারণেই। উত্তরকাশী জেলার পুরলা তহসিলের কান্দিয়াল গ্রামে একটি জমিতে চারা রোপন করার সময় মারা যান যুবক। সেই ঘটনায় তিনজন আহত হয়েছেন।
advertisement
9/9
গত ২৪ ঘণ্টায় হরিদ্বারে সর্বাধিক ৭৮.৫ মিমি বৃষ্টিপাত হয়েছে, দেরাদুনে ৩৩.২ মিমি, তেহরিতে ২৬.২ মিমি, পাউরিতে ১৫.১ মিমি এবং পিথোরাগড়ে ১২.৬ মিমি বৃষ্টি হয়েছে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।