NASA IPCC Report: ভারতের ১২টি শহর চলে যাবে জলের তলায়! ভয় ধরানোর মতো তথ্য দিল NASA
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
সমুদ্র গিলে ফেলবে ভারতের এই ১২টি শহর! ভয়ানক রিপোর্ট প্রকাশ করল নাসা।
advertisement
1/5

Sea Level Projection Tool নামক একটি টুল বানিয়েছে নাসা। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা দাবি করেছে. সেই টুল-এর মাধ্যমে সমুদ্রের হালহকিকত জানা যাবে। ভবিষ্যতে সমুদ্রের কোনও ভয়ানক দুর্যোগ আন্দাজ করা যেতে পারে আগে থেকেই।
advertisement
2/5
সম্প্রতি নাসা ইন্টারগভর্মেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ রিপোর্ট পেশ করেছে। সেখানে বলা হয়েছে, ভারতের ১২টি উপকূলবর্তী শহর চিরতরে জলের তলায় চলে যেতে পারে। IPCC রিপোর্ট অনুযায়ী, ভারতের সামনে এখন বড়সড় বিপদ।
advertisement
3/5
প্রতি ৫-৭ বছর পর IPCC রিপোর্ট প্রকাশ করে নাসা। এবারের রিপোর্ট বেশ ভয়ানক। বলা হয়েছে, 2100 সাল নাগাদ বিশ্বের তাপমাত্রা অনেকটা বেড়ে যাবে। বাড়বে সমুদ্রের জলস্তর।
advertisement
4/5
IPCC রিপোর্ট বলছে, সামনের দুই দশকে সারা বিশ্বে গড়ে ১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। জলস্তর বাড়ায় পরের শতাব্দীতে ভারতের 12টি উপকূলবর্তী শহর জলের তলায় চলে যেতে পারে। অনেক দেশের ক্ষেত্রফলও খমে যাবে বলে দাবি করেছে নাসা।
advertisement
5/5
মুন্বই, ম্যাঙ্গালোর, চেন্নাই, তুতোকোরিন, কোচি, ভাবনগর, ওখা, কাণ্ডলা, মোরমুগাওয়ের বিপদ সব থেকে বেশি। পারাদ্বীপ ও পাশ্ববর্তী এলাাকাও জলের তলায় চলে যেতে পারে বলে দাবি করেছে নাসা।