বিছানার গদির নিচেই লুকনো মৃতদেহ, তাতেই শুয়ে ঘুমতেন বাড়ির মালিক !!!
Last Updated:
advertisement
1/5

বীভৎস বললেও বোধহয় কম বলা হয় ৷ গুরুগ্রামে এই সাম্প্রতিকতম ঘটনায় শুনে শিউড়ে উঠছেন সকলেই ৷ সেক্টর ৪৬ -র একটি বাড়িতে বিছানার গদির নিচে লুকিয়ে রাখা ছিল এক মহিলার মৃতদেহ ৷ Photo- Representive Image
advertisement
2/5
পেশায় চা বিক্রেতা দীনেশ কুমার জল বিহার কলোনির বাসিন্দা ৷ কিছুদিনের জন্য নিজের দেশের বাড়ি নানরনুলে গিয়েছিলেন তিনি ৷ সেখান থেকে সোমবার বাড়ি ফেরেন ৷ ঝচপট কিছু কাজ সেরে বাড়ি থেকে কাজে বেরিয়ে যান তিনি ৷ Photo- Representive Image
advertisement
3/5
বাড়িতে ফিরে এসে নিজের বিছানায় ঘুমিয়ে পড়েন তিনি ৷ নাকে একটা অন্ভুত গন্ধ লাগলেও গা করেননি তিনি ৷ এভাবে কেটে যায় কয়েকটি দিন ৷ পঞ্চম দিন বীভৎস গন্ধে ঘুম ভাঙে তাঁর ৷ বুঝতে পারেন তাঁর বিছানা থেকেই আসছে গন্ধটা ৷ এরপর তিনি বিছানার গদি সরাতেই বীযভৎস দৃশ্য ৷ ভিতরে রয়েছে তাঁর ড্রাইভারের স্ত্রীর গলাপচা দেহ ৷ Photo- Representive Image
advertisement
4/5
৩০ বছরের ববিতা দীনেশের গাড়ির ড্রাইভার রাজেশ কুমারের স্ত্রী ৷ যিনি সোমবার থেকেই মিসিং ছিলেন ৷ মৃতার বাবা জানিয়েছেন তাঁর মেয়েকে জামাই বিভিন্ন সময় অত্যাচার করত ৷ এমনকি ঘটনার পর থেকে সেই ড্রাইভারও মিসিং ৷ Photo- Representive Image
advertisement
5/5
এদিকে মৃতদেহ নিয়ে শুয়ে থাকার পর বেশ মানসিক চাপে আছেন দীনেশ কুমার ৷ পাশাপাশি পুলিশ জানিয়েছে ২১ তারিখ নিজের স্ত্রী কে মেরে মালিকের বাড়ির বিছানার নিচে রেখে আসে রাজেশ কুমার ৷ কারণ তাঁর কাছে মালিকের বাড়ির অতিরিক্ত একটা চাবি থাকত ৷ Photo- Representive Image