Zodiac Sign || Ex lover: প্রাক্তনের স্মৃতিতে আটকে থাকেন এই রাশির জাতকেরা, ফিরতে পারেন না স্বাভাবিক জীবনে, আপনি তাঁদের মধ্যে নেই তো
- Published by:Satabdi Adhikary
Last Updated:
জেনে নিন, কোন রাশির জাতকদের মধ্যে প্রাক্তনের স্মৃতিতে আটকে থাকার প্রবণতা বেশি থাকে।
advertisement
1/7

প্রাক্তনের স্মৃতিতে আটকে থাকা অত্যন্ত অস্বাস্থ্যকর একটা বিষয়। অতীতের নিরন্তর স্মৃতিচারণ এবং প্রাক্তনের কথা বার বার মনে করা কিন্তু বেশ ক্ষতিকারক হয়ে উঠতে পারে যে কারও পক্ষে। এতে জীবন থমকে যায়। বর্তমান ও ভবিষ্যতের অন্য কারও সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। জ্যোতিষশাস্ত্র বারোটি রাশির (zodiac Sign) ব্যক্তিদের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন রকম। তাহলে, জেনে নিন, কোন রাশির জাতকদের মধ্যে প্রাক্তনের স্মৃতিতে আটকে থাকার প্রবণতা বেশি থাকে।
advertisement
2/7
এরিস: প্রাক্তনের স্মৃতি তাড়িয়ে বেড়ায় এই রাশির জাতকদের। প্রাক্তনের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো এঁরা কিছুতেই ভুলতে পারেন না। এই ক্লান্তিকর পরিস্থিতি থেকে বেরনোর কোনও উপায় তাঁদের জানা থাকে না।
advertisement
3/7
টরাস: কারও সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ হওয়াটা টরেনিয়ানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। একবার কোনও সম্পর্কে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে গেলে, সেই সম্পর্ক থেকে মুখ ফিরিয়ে নেওয়া তাঁদের পক্ষে এক কথায় অসম্ভব। তাই এঁদের ক্ষেত্রে যে কোনও সম্পর্ক ভেঙে বেরিয়ে আসা বেশ কঠিন। তাই, ব্রেকআপের পরেও, তাঁরা তাঁদের প্রাক্তন সম্পর্কে কথা বলতেই থাকেন। প্রাক্তনদের নিয়ে টরেনিয়ানরা কতটা অবসেসড, ভাবলে ভয় পেয়ে যাবেন আপনি
advertisement
4/7
জেমিনি: প্রাক্তনদের সম্পর্কে ভাবনাচিন্তা করা কিছুতেই বন্ধ করতে পারেন না এই রাশির জাতকেরা। তাদের জন্য যে কোনও সম্পর্ক ছেড়ে এগিয়ে যাওয়া বেশ কষ্টদায়ক কাজ। সম্পর্ক শেষের ঢের পরেও প্রাক্তন কী করছে, কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, সব কিছুই জানতে চান তাঁরা।
advertisement
5/7
লিও: প্রাক্তনের কথা ভুলতে এঁদের বেশ সময় লাগে। ব্রেকআপের পরেও প্রাক্তনের সবকিছুর সঙ্গে জড়িয়ে থাকেন। প্রাক্তনেরা কী করছেন, সব কিছুই তাঁরা জানতে চান সবসময়। প্রাক্তনকে সোশ্যাল মিডিয়ায় স্টক করাও এঁদের বাজে অভ্যাস।
advertisement
6/7
স্করপিও: যদি এঁদের কোনও ভাবে কষ্ট দেওয়া হয়, বা এঁদের সঙ্গে সম্পর্ক ভেঙে দেওয়া হয়, তাহলে এঁরা প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠে। সাধারণ কথাবার্তার মধ্যে একবার প্রাক্তনের প্রসঙ্গ উঠলেই হল। সঙ্গে সঙ্গেই তাঁরা অত্যন্ত হতাশ এবং অবসাদগ্রস্ত হয়ে পড়েন। এটা তাঁদের জন্য একটি ট্রিগারিং পয়েন্ট হয়ে ওঠে। এবং তারপরে, তাঁদের প্রাক্তন সম্পর্কেই কথা বলতে শুরু করেন তাঁরা।
advertisement
7/7
কর্কট, কন্যা, তুলা, ধনু, মকর, কুম্ভ এবং মীনরা (Cancer, Virgo, Libra, Sagittarius, Capricorn, Aquarius and Pisces) তাঁদের প্রাক্তনের সঙ্গে সম্পর্ক থেকে শান্তিপূর্ণভাবেই বেরিয়ে আসেন। তাঁরা বিশ্বাস করেন যাই ঘটুক না কেন, একটা কারণে ঘটে। তাঁরা তাঁদের প্রাক্তন সম্পর্কে অবসেসড থাকেন না। বরং ভবিষ্যতের দিকে আরও বেশি মনোযোগ দেন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Zodiac Sign || Ex lover: প্রাক্তনের স্মৃতিতে আটকে থাকেন এই রাশির জাতকেরা, ফিরতে পারেন না স্বাভাবিক জীবনে, আপনি তাঁদের মধ্যে নেই তো